রবিবার, জুলাই ২০, ২০১৪

সৌন্দয্য বৃদ্ধিতে নারকেল তেল!

সহজলভ্য নারকেল তেল সৌন্দয্যের আধার হলেও আমরা অনেকেই এর বহুমাত্রিক গুণ সম্পর্কে অজানা। জাদুকরী ক্ষমতা সম্পূর্ণ নারকেল হচ্ছে প্রকৃতির অন্যতম শ্রেষ্ঠ উপহার।
মেকআপের আগে ফাউন্ডেসন হিসেবে ব্যবহার: প্রত্যেকেই শিকার করবেন যে ভালো ফাউন্ডেসন ছাড়া কোনো মেক-আপই সম্পূর্ণ হয় না। কিন্তু হাতের কাছেই থাকা নারকেল তেল যে ভালো ফাউন্ডেসনে কাজ করে এটি হয়তো অনেকেরই জানা নেই। প্রথমে হালকা করে মুখে লাগিয়ে নিন। এরপর তুলি দিয়ে সারা মুখে সমান করে মেখে লাগিয়ে নিন আপনার পচ্ছন্দের ফাউন্ডেসনটি। এরপর আপনি শুধু লক্ষ্য করুন অনেক সময় ধরে আপনার মেকআপটি কেমন স্থায়ী হয়।
চুল সুরক্ষায়: চুলে নিয়মিত নারকেল তেলের ব্যবহার চুলকে সিল্কি এবং নরম করে। নারকেলে তেলের ব্যবহার তাৎক্ষণিকভাবে চুলের ড্যামেজ রিপেয়ার করে এবং দূষণ থেকে চুলকে রক্ষা করে। ফলে আপনি চুলকে ইচ্ছামতো সাজাতে পারবেন। নারকেল তেল চুলকে প্রোটিন সমৃদ্ধ করে এবং মজবুত করে।
ত্বক সুরক্ষায়: ত্বক সুরক্ষা এবং কোমল ত্বকের মূল রহস্য হলো ময়েশ্চারাইজিং। নারকেল তেল হলো প্রাকৃতিক ময়েশ্চারায়জার, যা ত্বকের শুষ্কতা এবং দূষণ প্রতিহত করে। নারকেল তেল শুধুমাত্র ত্বকে পরিষ্কার এবং দূষণমুক্তই করে না, সেই সঙ্গে প্রাকৃতিকভাবে কোষের গঠনেও ভূমিকা রাখে।
নারকেল তেলে মাথা ব্যথা সারে: প্রতিদিন এক চামচ নারকেল তেল পানে মাথা ব্যথা সারবে এবং হজমের সমস্যাও দূর হবে। এছাড়া দাঁতের ঔজ্জ্বল্যও বাড়বে। হলিউড দিবা অ্যাঞ্জেলিনা জোলির দিন শুরু হয় এক চামচ নারকেল তেল দিয়েই।
সেভিং ক্রিম হিসেবে ব্যবহার: নারকেল তেল যে সেভিং ক্রিম হিসেবে ব্যবহার করা যায় এটি হয়তো অনেকেরই অজানা। ফেনা না হলে সেভ করা সম্ভব নয়, এমন ধারণা যাদের রয়েছে তাদের বলবো নারকেল তেল ব্যবহার করে দেখুন, কতো সহজে সেভিং সম্ভব।
মেকআপ তুলতে নারকেল তেলের ব্যবহার: শুধু মেকআপের ফাউন্ডেসন হিসেবে নয়, মেকআপ তুলতেও নারকেল তেল সহায়ক। তুলার ছোট্ট প্যাডে তেল নিয়ে আলতোভাবে মেকআপ উঠিয়ে নিন। বিশেষ করে ওয়াটারপ্রুফ মাসকারার মতো নাছোড়বান্ধা মেকআপ তুলতে তো নারকেল তেলের জুরি নেই।
সতেজতা বৃদ্ধিতে: চোখের নীচের কালো দাগ নিঃসন্দেহে ত্বকের সতেজতা নষ্ট করে। চোখের নীচের অংশে হালকা করে নারকেল তেল লাগিয়ে দেখতে পারেন, উপকার পাবেন। ভিটামিন ই সমৃদ্ধ নারকেল তেল চোখের নীচের সংবেদনশীল ত্বকের উপযোগী।