এ প্রসঙ্গে পুতুল যাযাদি বিনোদনকে বলেন, 'এবারের ঈদে অ্যালবামটি প্রকাশ করার অনেক ইচ্ছে ছিল। কিন্তু এর প্রচ্ছদসহ বেশকিছু কাজ বাকি থাকায় তা আর সম্ভব হচ্ছে না। ঈদ আসতে যে সময় আছে তাতে বাকি কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না। আমার ভক্ত-শ্রোতাদের ঈদে নতুন কোনো গান উপহার দিতে পারছি না বলে বেশ খারাপ লাগছে।'
পুতুলের এবারের অ্যালবামেও মৌলিক গানের পাশাপাশি আঞ্চলিক গান, পুঁথি আর গম্ভীরার সঙ্গে সংগৃহীত বিয়ের গানও থাকছে। অ্যালবামটি মোট ১৩টি গান নিয়ে সাজানো হবে।
বর্তমানে পুতুল দেশে-বিদেশে কনসার্ট এবং বিভিন্ন চ্যানেলের লাইভ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছেন। আসছে ঈদে তিনি বেশ কয়েকটি চ্যানেলের সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।
পুতুলের এবারের অ্যালবামেও মৌলিক গানের পাশাপাশি আঞ্চলিক গান, পুঁথি আর গম্ভীরার সঙ্গে সংগৃহীত বিয়ের গানও থাকছে। অ্যালবামটি মোট ১৩টি গান নিয়ে সাজানো হবে।
বর্তমানে পুতুল দেশে-বিদেশে কনসার্ট এবং বিভিন্ন চ্যানেলের লাইভ অনুষ্ঠান নিয়ে ব্যস্ত রয়েছেন। আসছে ঈদে তিনি বেশ কয়েকটি চ্যানেলের সঙ্গীত বিষয়ক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন।