শনিবার, জুলাই ২৬, ২০১৪

মিলার ‘আনসেন্সরড’

মিলা এখনও নিখোঁজ। কেউ জানে না তার আসল অবস্থান। দেশে নাকি বিদেশে তাও স্পষ্ট নয়। তবে অবস্থান অস্পষ্ট হলেও আজ মুক্তি পাচ্ছে তার বহুল প্রতীক্ষিত একক অ্যালবাম। ‘আনসেন্সরড’ শিরোনামে এ অ্যালবামটি গেল প্রায় চার বছর ধরে মুক্তির মিছিলে। মিলার উদাসীনতার কারণেই এতদিন এটি ঝুলে ছিল। এদিকে ‘আনসেন্সরড’ নামে এ অ্যালবামটি মূলত মিউজিক্যাল ডকুমেন্টারি। প্রযোজনা সূত্রে জানা গেছে, অডিও নয়। ছয়টি ভিডিও গান স্থান পাচ্ছে এ অ্যালবামে। এর পাশাপাশি এই ভিডিও অ্যালবামে থাকছে মিলার বেড়ে ওঠা, ব্যক্তিজীবন, প্রতিকূলতা ও সংগীত জীবনের নানা বিষয়। দেশীয় তারকাদের মধ্যে এমন বায়োগ্রাফিকাল অ্যালবাম প্রকাশ এর আগে দেখা যায়নি। এবার সেটা মিলা করেছেন। জানা গেছে, মূলত এই মিউজিক্যাল ডকুমেন্টারি নির্মাণের কারণেই অ্যালবামটি প্রকাশে এতো সময় নিয়েছেন। মিলার ভাষায়, অনেকেই আমার সম্পর্কে ভালভাবে জানেন না। তারা এই ভিডিওটি দেখলে আমার সঙ্গে পরিচিত হতে পারবেন। আর ভক্তদের জন্য নতুন গান এতে যুক্ত করেছি। ‘আনসেন্সরড’ অ্যালবামে স্থান পাওয়া গানগুলো হলো ‘ফিরে তুই আসলি না’, ‘ঈশ্বর জানে’, ‘নাচো’, ‘অ্যাইস সালা’, ‘আনমনা’ ও ‘টোনা’। কণ্ঠ দেয়ার পাশাপাশি সব গানের সুর-সংগীতায়োজন মিলা নিজেই করেছেন। উল্লেখ্য, পাঁচ বছর আগে ২০০৯ সালে প্রকাশ হয়েছিল তার সর্বশেষ অ্যালবাম ‘রি-ডিফাইন’।