নাটকটির গল্পে দেখা যাবে, আলীবাবা চল্লিশ চোরের বিখ্যাত মন্ত্র চিচিংফাঁকের আধুনিক ভার্সন এখন টাকা। তখন তারা ‘চিচিংফাঁক বললেই দরজা খুলে যেত, এখন টাকা ব্যাতিত মোশাররফ করিমকে তার বউ মৌটুসী বিশ্বাস ঘরে ঢুকতে দেয় না। আর ফেসবুকের কারণে এসব বিষয় কিছুতেই গোপন রাখতে পারছেন না তিনি। ব্যক্তিগত বিষয়গুলোর চিচিংফাঁক করে দিচ্ছে এই ফেসবুক।
নাটকটিতে মোশাররফ করিম ও মৌটুসী বিশ্বাস ছাড়া আরো অভিনয় করেছেন তারিক স্বপন, শামীমা নাজনীন, মিলন ভট্টাচার্য্য, রিফাত চৌধুরী, মেহা প্রমূখ।
‘চিচিংফাঁক’ নাটকটি ঈদের দ্বিতীয় দিন রাত ৯টা ২০মিনিটে আরটিভিতে প্রচার করা হবে।