‘ডলি কি ডোলি’ সিনেমায় ফ্যাশন খতম মুঝ পর গানে নাচবেন। এই নাচের দৃশ্যে পপ রাগিনী অবতারে দেখা যাবে মালাইকাকে। আরবাজ মনে করেন, মালাইকা তাঁর কাছে খুবই লাকি।তাই তাঁর প্রত্যেক সিনেমাতেই মালাইকার আইটেম সঙ থাকে।
‘ডলি কি ডোলি’ সিনেমার এই আইটেম নাম্বারের কোরিগ্রাফ করেছেন প্রখ্যাত কোরিওগ্রাফার রেমো ডি সুজা।