ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট গোল ডটকমের বিচারে গেল ২০১৩-১৪ মৌসুমের
পারফরম্যান্সের ভিত্তিতে বিশ্বসেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন রিয়াল
মাদ্রিদের আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া।
সান্তিয়াগো বার্নাব্যুতে কার্লো আনচেলাত্তির যামানায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন ডি মারিয়া। ফলে বিদায়ী মৌসুমে দারুণ প্রজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। এমনকি চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও দুরন্ত ছিলেন তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিসবনের ফাইনালেও গোল পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। নির্বাচিত হয়েছিলেন ফাইনালের সেরা খেলোয়াড়।
অথচ নতুন ক্লাব মৌসুম শুরুর আগে সেই তিনি এখন কোনঠাসা, আর সেটা খোদ রিয়াল মাদ্রিদেই। তবে ফুটবল ভক্তরা ভুলে যায়নি ডি মারিয়াকে। তাই গোলের পাঠকদের বিচারে ২০১৩-১৪ মৌসুমের সেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন আলবেসেলেস্তি সেনসেশন। শতকরা ২৩. ১ শতাংশ ভোট পেয়ে আইভরিয়ান তারকা ইয়াইয়া তোরেকে পেছনে ফেলেছেন ডি মারিয়া। দুইয়ে থাকা তোরে ভাইদের কনিষ্ঠজনের প্রাপ্ত ভোট ১৯.৯।
তৃতীয় সেরা মিডফিল্ডার নির্বাচিত হওয়া রিয়াল মাদ্রিদের লুকা মডরিচের ঝুলিতে ১১.১ শতাংশ ভোট। আর্সেনালের হয়ে মাঠে নৈপূণ্য প্রদর্শন করা ও এফএ কাপ বিজয়ী অ্যারন র্যা মসে তালিকার চার নাম্বারে। ৮.৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি। পাঁচে থাকা জুভেন্টাসের আর্তুরো ভিদালের সংগ্রহ ৮.৪ শতাংশ ভোট। এরপর টেবিলের ছয় নাম্বারে আছেন টনি ক্রুস।
সান্তিয়াগো বার্নাব্যুতে কার্লো আনচেলাত্তির যামানায় নিজেকে নতুন করে আবিষ্কার করেছেন ডি মারিয়া। ফলে বিদায়ী মৌসুমে দারুণ প্রজ্জ্বল ছিলেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার। এমনকি চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও দুরন্ত ছিলেন তিনি। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে লিসবনের ফাইনালেও গোল পেয়েছিলেন আর্জেন্টাইন তারকা। নির্বাচিত হয়েছিলেন ফাইনালের সেরা খেলোয়াড়।
অথচ নতুন ক্লাব মৌসুম শুরুর আগে সেই তিনি এখন কোনঠাসা, আর সেটা খোদ রিয়াল মাদ্রিদেই। তবে ফুটবল ভক্তরা ভুলে যায়নি ডি মারিয়াকে। তাই গোলের পাঠকদের বিচারে ২০১৩-১৪ মৌসুমের সেরা মিডফিল্ডার নির্বাচিত হয়েছেন আলবেসেলেস্তি সেনসেশন। শতকরা ২৩. ১ শতাংশ ভোট পেয়ে আইভরিয়ান তারকা ইয়াইয়া তোরেকে পেছনে ফেলেছেন ডি মারিয়া। দুইয়ে থাকা তোরে ভাইদের কনিষ্ঠজনের প্রাপ্ত ভোট ১৯.৯।
তৃতীয় সেরা মিডফিল্ডার নির্বাচিত হওয়া রিয়াল মাদ্রিদের লুকা মডরিচের ঝুলিতে ১১.১ শতাংশ ভোট। আর্সেনালের হয়ে মাঠে নৈপূণ্য প্রদর্শন করা ও এফএ কাপ বিজয়ী অ্যারন র্যা মসে তালিকার চার নাম্বারে। ৮.৫ শতাংশ ভোট পেয়েছেন তিনি। পাঁচে থাকা জুভেন্টাসের আর্তুরো ভিদালের সংগ্রহ ৮.৪ শতাংশ ভোট। এরপর টেবিলের ছয় নাম্বারে আছেন টনি ক্রুস।