তবে সানি লিওনের ক্ষেত্রে বিষয়টা একেবারেই ভিন্ন। কারোর চাপে পরে নয়, নিজের ইচ্ছাতেই নীল দুনিয়ায় পা রেখেছিলেন তিনি। তাই এর জন্য কোনো আক্ষেপও নেই সানির। সম্প্রতি নিজের বাসনার কথা জানিয়ে সবাইকে আরো একবার চমকে দিলেন সানি। জানালেন, নিজের একটি নীল বিনোদনের প্রযোজনা সংস্থা খুলতে চান তিনি।
এ বিষয়ে সানি বলেন, আমি এবার নিজস্ব প্রযোজনা সংস্থা খুলতে চাই, যাতে নিজের ও অন্যদের চিত্রনাট্য নিয়ে পরিচালনা, প্রযোজনা করতে পারি। আর ব্যবসায়িক দিক থেকে যদি ভাবি তাহলে এই প্রকল্পটি অত্যন্ত যুক্তিযুক্ত।"
পর্নো ছবির জগত ছেড়ে বেরিয়ে আসা নিয়ে সানি বলেন, ২০১১ সালে একটি গুগল সার্চ তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। গুগল ঘাটতে ঘাটতে হঠাৎই তিনি দেখতে পান বিগ বস-এর মুম্বাইয়ের প্রোডাকশন দল পর্নো ছবির অভিনেত্রী খুঁজছেন প্রতিযোগী হিসেবে। সেটা আমার কাছে একটা স্বর্ণালী সুযোগ ছিল। হাসতে হাসতে সানি লিওন বলেন, আমি ও আমার স্বামী ওরফে ম্যানেজার ড্যানিয়েল ওয়েবার বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নিলাম বিনোদনের বাজার ধরতে গেলে বিগ বস একটা ভাল প্ল্যাটফর্ম হতে পারে। ব্যস চলে এলাম।"
তবে সানি এখন পর্নো তারকা থেকে বলিউড অভিনেত্রী হতে পান। ফিরে তাকাতে চান না পেছনের সেই দিনগুলোতে। বলিউডেই তার ক্যারিয়ার হবে এমনটাই মনে করছেন এই অভিনেত্রী।