ম্যাসাজ পার্লারের আড়ালে মধুচক্রের আসর ভাঙল পুলিশ ৷ গুড়িয়ে দিল বড়সড় সেক্স র্যাকেট৷শুক্রবার গভীর রাতে মুম্বইয়ের অভিজাত এলাকার মীরা রোডে হানা দিয়ে পুলিশ একটি ম্যাসাজ পার্লারের মুখোশ খুলে দিয়েছে ৷ এই আসর চালানোর অভিযোগে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ তিন যুবতী সহ পার্লারের ম্যানেজারকে গ্রেফতার করেছে ৷ পুলিশ আধিকারিক সুরেশ খেড়েকর জানিয়েছেন, তারা খবর পেয়েছিলেন যে ওই ম্যাসেজ পার্লারে লুকিয়ে দেহ ব্যবসা চলছে ৷ এরপরেই বৃহস্পতিবার রাতে নকল গ্রাহক পাঠিয়ে পুলিশ দেহ ব্যবসার প্রমাণ পায় ৷ এরপরেই ওই ম্যাসেজ পার্লাসে তল্লাশি চালায় পুলিশ ৷ তল্লাশি চালানোর সময় পার্লার থেকে ২০ থেকে ২৫ বছর বয়সী তিন যুবতীকে গ্রেফতার করা হয় ৷ এছাড়াও ওই পার্লার থেকে প্রচুর পরিমাণে আপত্তিজনক জিনিস উদ্ধার করা পুলিশ ৷ পিটা অ্যাক্টের ধারায় মামলা দায়ের করে পুলিশ পার্লারের ম্যানেজারকে গ্রেফতার করে৷ জানা গিয়েছে, পার্লারের মালিক পলাতক ৷ পার্লারে কর্মরতা তিন মহিলাকে হোমে পাঠানো হয়েছে ৷ গত সপ্তাহেও কল্যাণ এলাকা থেকে একটি বড় সেক্স র্যা কেটের পর্দাফাঁস করে পুলিশ ৷ গত মাস থেকে এই পর্যন্ত এটি তৃতীয় মামলা ৷ উত্তর প্রদেশের বরেলি থেকেও সেক্ট …… পুলিশের জালে ধরা পড়ে। এই মামলায় আগ্রার বাসিন্দা এক মহিলাকে গ্রেফতার করে পুলিশ। এই মহিলা পুলিশকে জানায়, আগ্রার অপর এক মহিলা তাকে গত ১০ জুলাই বরেলি পাঠিয়েছিল ৷ সেখান থেকে তাকে সুহাসনগরের বাসিন্দা করণের কাছে দিয়ে আসা হয় ৷ করণ বরেলিতে তার মায়ের সঙ্গে মিলে মধুচক্র চালাত। করণ তাকে সিনেমা হলে নিয়ে গিয়ে কিষণ নামের এক ব্যাক্তির হাতে তুলে দেয় ৷ সেখান থেকে কিষণ তাকে শেয়ার মার্কেটের ঘরে নিয়ে ৷ সেখানে তার দুই বন্ধু ও একজন চাকর আগে থেকেই উপস্থিত ছিল৷ মহিলা জানায়, অর্থনৈতিক অবস্থা ঠিক না হওয়ার কারণেই সে স্বইচ্ছায় এই কাজ শুরু করে৷ স্বামীর সঙ্গে ঝগড়া করে মহিলা বরেলি আসে ৷ সে চায় না তার স্বামী তাক কাজের সম্পর্কে জেনে যাক ৷ কারণ তাহলে তার স্বামী তাকে ডিভোর্স দিয়ে দেবেন ৷ মহিলা এক বয়স্ক মহিলা বাড়িতে থাকেন৷ তিনিই মধুচক্রটি চালান ৷ এর আগেও ক্রাইম ব্রাঞ্চ বেশ কিছু মধুচক্রের মামলায় এই মহিলাকে গ্রেফতার করেছিল৷ কিন্তু, সঠিক প্রমাণের অভাবে মহিলা জেল থেকে ছাড়া পেয়ে যান ৷ উল্লেখ্য, পুলিস জানতে পেরেছিল সুভাষনগরের একটি অফিসে মধুচক্র চলছে ৷ সেখানে তল্লাশি চালিয়েই পুলিশ ওই মহিলা সহ কিষণ ও তার দুই বন্ধুকে গ্রেফতার করেছিল ৷