গত কয়েকটি ঈদের ধারাবাহিকতায় মাছরাঙা টেলিভিশন এবারও ঈদ উপলক্ষে বিশেষ পাপেট শো’র আয়োজন করেছে। যা শিশুদের ঈদ আনন্দে আলাদা মাত্রা যোগ করবে। কারণ ভিন্ন ভিন্ন গল্প নিয়ে চার পর্বের পাপেট শোটি নির্মাণ করেছেন মুস্তাফা মনোয়ার।
রাকিবুল আলমের প্রযোজনায় বিশেষ এই পাপেট শোটি প্রচারিত হবে ঈদের চতুর্থ দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সোয়া ৬টায়।