ব্রাজিলের ক্লাবগুলোর অনুশীলন পদ্ধতির সমালোচনায় মুখর হলেন দেশটির তারকা ফুটবলার নেইমার। ভুল অনুশীলন পদ্ধতির কারণেই বর্তমানে জার্মানি ও স্পেনের পর্যায়ে ব্রাজিল যেতে পারছে না বলে মনে করেন তিনি। আর এভাবে চলতে থাকলে জার্মানি-স্পেনের পর্যায়ে ব্রাজিল আর কখনোই যেতে পারবে না বলে ধারণা তার। এ বিশ্বকাপে নেইমার করেছেন চারটি গোল। কিন্তু কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষের ম্যাচে মেরুদ-ে আঘাত পাওয়ার পর সেমিফাইনাল এবং তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে খেলতে পারেননি তিনি। সেমিফাইনালে ব্রাজিল ইতিহাসের লজ্জা পেয়ে জার্মানির কাছে ৭-১ গোলে হারে। আর তৃতীয় স্থান নির্ধারনীতে নেদারল্যান্ডসের কাছে তারা হারে ৩-০ গোলে। অথচ গত বছর ফিফা কনফেডারেশন্স কাপের ফাইনালে স্পেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে বিশ্বকাপের শিরোপার জন্য হট ফেভারিট ছিল স্বাগতিক ব্রাজিল। কিন্তু বিশ্বকাপে নিজেদের মাটিতে ব্রাজিলের এমন লজ্জা পাওয়ার জন্য দেশটির ক্লাবগুলোর ভুল অনুশীলন পদ্ধতিকে দায়ী করলেন নেইমার। স্প্যানিশ ক্লাব বার্সেলোনার ২২ বছর বয়সী এ তারকা বলেন, ‘ইউরোপের ক্লাবগুলো প্রতিটি অনুশীলন অত্যন্ত গুরুত্ব ও কঠিনভাবে করে। কিন্তু ব্রাজিলে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এখানে অনুশীলন অনেক করা হয়, কিন্তু গুরুত্বের সঙ্গে নেয়া হয়না কোনটিকেই। আর ক্লাবের এ মানসিকতা জাতীয় দলের ওপরও প্রভাব ফেলে।’ জার্মানি ও স্পেনের চেয়ে ব্রাজিলের ফুটবল এখন অনেক পিছিয়ে গেছে উল্লেখ করে নেইমার বলেন, ‘মনে হচ্ছে ব্রাজিলের ফুটবল অনেক পিছিয়ে গেছে। আর কিছু না হোক, জার্মানি ও স্পেনের চেয়ে পিছিয়ে পড়েছে অবশ্যই। আমাদের এটা স্বীকার করতেই হবে। আর এ থেকে উত্তরণের পথও আমাদের খুঁজতে হবে।’ ইনজুরি আক্রান্ত নেইমারকে লা-লিগায় মওসুমের শুরু থেকেই এবার পাচ্ছে না বার্সেলোনা। পুরোপুরি সুস্থ হয়ে উঠতে তার বেশ সময় লাগবে। তবে আগস্টে নেইমার স্পেনে যাবেন বলে জানা গেছে।