২০১৪ ফুটবল বিশ্বকাপের সমাপনী আসরে লা লা লা… গানের মাধ্যমে বিশ্বজুড়ে বেশ আলোড়ন তুলেন শাকিরা। ১৩ জুলাই শাকিরা তার ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ছবিটিতে গত চারদিনে ৩৫ লাখ লাইক পড়ে। যা তাকে এ রেকর্ড গড়তে সাহায্য করে।
২০০৭ সালে ফেসবুকে নাম লেখান শাকিরা। আর মাত্র সাত বছরে ১০ কোটি লাইকের মাইলফলক গড়লেন কলম্বিয়ান এ পপ তারকা।
রেকর্ড উপলক্ষে ফেসবুকে ‘এ লুক ব্যাক’ শিরোনামে একটি ভিডিও পোস্ট করেছেন শাকিরা। প্রথমেই ‘ফার্স্ট মোমেন্ট’ ক্যাপশনে ২০০৭ সালের ডিসেম্বরে বাংলাদেশের শিশুদের সঙ্গে তোলা একটি ছবি স্থান করে নেয়। পরবর্তীতে স্থান পায় সর্বাধিক লাইক পড়া ছবিগুলো। এরপরই ফটো শেয়ারর্ড ক্যাটাগরিতে রয়েছে শাকিরার বিভিন্ন স্থানের উল্লেখযোগ্য মুহূর্তের ছবি।