দক্ষিণ কোরিয়ার বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিনেমা ফান্ড (এসিএফ) জিতল নবীন নির্মাতা আবু শাহেদ ইমনের চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত বাংলাদেশের ছবি 'জালালের গল্প'। মুক্তির অপেক্ষায় থাকা এ ছবিকে ২০১৪ সালের এশিয়ান সিনেমা ফান্ডের পোস্ট প্রোডাকশন ক্যাটাগরিতে নির্বাচন করেছে বুসান উৎসব কর্তৃপক্ষ। এশিয়ার ৫২টি দেশ থেকে ৫৬৫টি আবেদন জমা পড়ে। এ থেকে স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট ফান্ড, পোস্ট প্রোডাকশন ফান্ড এবং প্রামাণ্যচিত্রের জন্য তিনটি ক্যাটাগরিতে মোট ২৯টি প্রজেক্ট নির্বাচিত হয়। এগুলোর ১৮টি এশিয়ান এবং ১১টি কোরিয়ান প্রজেক্ট।
নির্বাচিত ছবিগুলোকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গুরুত্বপূর্ণ ছবি হিসেবে আগাম চিহ্নিত করা হয়। 'জালালের গল্প' এ বছর বুসান উৎসবের এসিএফ ২০১৪-এ প্রতিনিধিত্বকারী একমাত্র বাংলাদেশি ছবি। ইমপ্রেস টেলিফিল্মের বুটিক সিনেমা প্রজেক্টের ব্যানারে নির্মিত এ ছবিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, মৌসুমি হামিদ, তৌকীর আহমেদ, শর্মী মালা, নূরে-আলম নয়ন প্রমুখ। জালাল চরিত্রে আরাফাত রহমান ও মোহাম্মদ ইমন।