শুক্রবার, জুলাই ০৪, ২০১৪

সাকিব আল হাসানকে দেশে ফিরে আসার নির্দেশ

সাকিব আল হাসানকে দেশে ফিরে আসার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অনাপত্তিপত্র ছাড়াই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে যাওয়ায় বিসিবি তাকে এ নির্দেশ দেয়া হয় বলে বিসিবি সূত্র জানায়। ফলে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিবের খেলা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
আগামী ৭ জুলাই সাকিব আল হাসান সম্পর্কে বিসিবির সিদ্ধান্ত জানানোর কথা।
আগস্টে দু’টি টেস্ট, তিনটি ওডিআই ও একটি টি-টোয়েন্টি খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল।সফরকে সামনে রেখে এরই মধ্যে জাতীয় দলের খেলোয়াড়দের নিয়ে অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে।
এ ব্যাপারে বিসিবির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী বলেন, “সাকিবকে যতো তাড়াতাড়ি সম্ভব দেশে ফিরে অনুশীলনে যোগ দিতে বলা হয়েছে।”
প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ সিপিএলে অংশ নিতে বুধবার সকাল ১০টায় সস্ত্রীক ঢাকা ছাড়েন সাকিব আল হাসান।এই মুহূর্তে লন্ডনে অবস্থান করছেন তিনি।