
ফটোশুটে ছয়জন নামকরা ডিজাইনেরে পোশাক পরে ফটোশুটে অংশগ্রহণ করেন এই তারকা। আর বলাই বাহুল্য প্রতি পোশাকের সাথে পরিণীতির আবেদনময়ী অঙ্গভঙ্গি তার ভক্তদের চোখ ছানাবড়া হওয়ার উপক্রম।
ছবিটি দেখুন অফ হোয়াইট গাউনে ফুলেল প্রিন্টে কি অসাধারণ লাগছে তাকে। পোশাকটি যৌথভাবে ডিজাইন করেছেন গৌরি এবং নাইনিকা।
যারা এতদিন পরিণীতির ওজন নিয়ে নানা সমালোচনায় মত্ত ছিলেন তাদের জন্য পরিণীতির যথোপযুক্ত উত্তর এই ছবিটি। দেখুন ফ্যাটি পরিণীতি ওজন কমিয়ে একাবারে হয়ে উঠেছেন আবেদনময়ী। ছবিতে পরিণীতি আমিত আগারওয়ালের ডিজাইন করা মেরুন কালারের গাউন পড়েছেন।
আগের ছবিটি দেখে যাদের শঙ্কা এখনো কাটেনি তাদের জন্য পরিণীতির আরেকটি উপহার। এই পোশাকটি ডিজাইন করেছেন সোনাক্ষি রাজ।
সাদা গাউনে পরীর থেকে কোন অংশে কম লাগছেন না পরিণীতি চোপড়া