ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফরম্যাটের নাম টি-টোয়েন্টি। এই ফরম্যাটে ম্যাচ টাই হলে ফল নির্ধারিত হয় সুপার ওভারের মাধ্যমে। মার-মার-কাট-কাট ব্যাটিংয়ে মাধ্যমে সুপার ওভারে বেশ রান ওঠে।
কিন্তু সুপার ওভারে মেডেন নেয়ার ঘটনা এর আগে টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে ঘটেনি। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে তেমনই এক ঘটনা ঘটিয়ে রেকর্ড গড়েছেন সুনীল নারিন।
বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ‘রেড স্টীল’ ১১৮ রান সংগ্রহ করে। জবাবে নারিনদের ‘গায়ানা আমাজোনিয়া ওয়ারিওর্স’ ৯ উইকেট হারিয়ে ১১৮ রান সংগ্রহ করলে ম্যাচ টাই হয়।
এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে প্রথমে ব্যাট করে ‘গায়ানা আমাজোনিয়া ওয়ারিওর্স’ ১১ রান সংগ্রহ করে। ১২ রানের লক্ষ্যে সুপার ওভারে ব্যাট করতে নেমে সুনীল নারিনের ঘূর্ণি বলে কোনো রানই করতে পারেনি রেড স্টীল।
উল্টো পঞ্চম বলে নারিন একটি উইকেটও পান। সুপার ওভারে মেডেন নেয়ার পাশাপাশি উইকেট নেয়া টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসে নতুন একটি রেকর্ড।