আর পেছনে তাকানোর সময় নেই। জুলম, নির্যাতন, ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বলেন খালেদা জিয়া।
সোমবার রাত ৯টার দিকে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র নবনির্বাচিত কমিটির নেতারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।
খালেদা জিয়া বলেন, ঈদের পর এই জালিম সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে যে আন্দোলন ঘোষণা করা হয়েছে তা সফল করতে হবে। সেই অান্দোলন সফল করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ইঞ্জিনিয়ারদের।
এসময় অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আ ন হ আকতার হোসেন ও সাধারণ সম্পাদন ইঞ্জিনিয়ার হারুনুর রশিদের নেতৃত্বে শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
পরে খালেদা জিয়া তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের লেখা ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্যা স্টেটম্যান’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।
সোমবার রাত ৯টার দিকে অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ’র নবনির্বাচিত কমিটির নেতারা বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।
খালেদা জিয়া বলেন, ঈদের পর এই জালিম সরকারকে সরিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে যে আন্দোলন ঘোষণা করা হয়েছে তা সফল করতে হবে। সেই অান্দোলন সফল করতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে ইঞ্জিনিয়ারদের।
এসময় অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি আ ন হ আকতার হোসেন ও সাধারণ সম্পাদন ইঞ্জিনিয়ার হারুনুর রশিদের নেতৃত্বে শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিসহ বিএনপির সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
পরে খালেদা জিয়া তার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের লেখা ‘প্রেসিডেন্ট জিয়াউর রহমান দ্যা স্টেটম্যান’ বইয়ের মোড়ক উন্মোচন করেন।