খালেদা জিয়া বলেন, গুম-খুন এখন নিত্যদিনের ঘটনা হয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টাকার বিনিময়ে গুম-খুন করছে। আওয়ামী লীগ সরকারি ব্যাংকগুলোর টাকা খেয়ে ফেলেছে। এখন বেসরকারি ব্যাংকগুলোকেও দেউলিয়া করতে চাচ্ছে। এরা এখন পুরো দেশটাই খেতে চায়। এদের হাতে দেশ নিরাপদ নয়। কেননা, আওয়ামী লীগের সঙ্গে আছে খুনিরা। এদের রাজত্ব চলছে সারা দেশে।
ড্যাবের সভাপতি এ কে এম আজিজুল হকের সভাপতিত্বে ইফতারপূর্ব এ সমাবেশে আরও বক্তব্য দেন বিকল্পধারা বাংলাদেশের সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড্যাবের মহাসচিব এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ বক্তব্য দেন।