ভারতের উত্তরপ্রদেশের মীরঠে গণধর্ষণের শিকার হয়েছেন এক মহিলা কুস্তি খেলোয়াড়। ধর্ষণের পর তার ছবি ফেসবুকে আপলোড করা হয়।
নির্যাতিতা মহিলা খেলোয়াড় অভিযুক্তকে আটকের দাবি জানিয়ে এসএসপি অফিসে অভিযোগ দায়ের করেন৷ পাশাপাশি পুলিশও তাকে নির্যাতন করেছে বলে তিনি উল্লেখ করেন।
জানা গেছে, ভারতের বিজনৌর এলাকার বাসিন্দা এ মহিলা খেলোয়াড় স্কুলে পড়ার সময় থেকেই অভিযুক্ত পুষ্পেন্দ্রকে চিনতেন৷ তিন বছর আগে ভাবনপুর এলাকায় কিলা রোডের কাছে একটি কলোনিতে পুষ্পেন্দ্রের সঙ্গে লিভ ইন রিলেশনে থাকতেন। কিন্তু বিয়ের কথা হলে পুষ্পেন্দ্র তাকে প্রত্যাখ্যান করে৷
অভিযুক্ত পুষ্পেন্দ্র ও তার সহযোগিরা মহিলাকে অপহরণের চেষ্টা করে। কিন্তু পুলিশ অভিযোগ নেননি৷
মঙ্গলবার এসপি দেহাতের কাছে অভিযোগ করে মহিলা জানান, তিনি ভাবনপুর থানায় পুষ্পেন্দ্র, তারা বাবা, ভাই ও বোনের স্বামীর বিরুদ্ধে গণধর্ষণের মামলা করেছিলেন৷ ফেসবুকে পুষ্পেন্দ্রর অশ্লীল মন্তব্যের প্রতিবেদনও পুলিশকে দেয়া হয়। কিন্তু পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করেনি৷
গত ২৫ জুন পুষ্পেন্দ্র তার সহযোগিদের সঙ্গে মিলে তাকে অপহরণের চেষ্টা করে৷ ঘটনার কথা পুলিশ কন্ট্রোল রুমে জানালে দুই পুলিশকর্মী ঘটনাস্থলে পৌঁছায়৷
পরে সিভিল লাইন থানায় অভিযোগ দায়ের করা হলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি৷