আগামী ২৮শে নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে আনুশকা শর্মা অভিনীত ‘বোম্বে ভেলভেট’ ছবিটি।
আনুরাগ কাশ্যাপের পরিচালনায় এ ছবিতে ১৪০টি ভিন্ন ভিন্ন পোশাকে দেখা যাবে আনুশকাকে, যার মধ্যে একটির ওজন ৩৫ কেজি। সবুজ এবং সোনালি রঙের মিশেলে তৈরি এই সান্ধ্য পোশাকটি তৈরি করেছেন ভারতীয় ডিজাইনার নিহারিকা খান।
কোন ছবিতে এ ধরনের পোশাকে আনুশকাকে এই প্রথম দেখা যাবে এবং তা হবে একটি গানের মধ্য দিয়ে। নিজের প্রায় দ্বিগুণ ওজনের এই পোশাক পরে অভিনয় করতে বেশ ঝামেলাই পোহাতে হয়েছে আনুশকাকে। এমনকি শুটিং সেট পর্যন্ত পৌঁছাতে তাকে নিতে হয়েছে অন্যদের সাহায্য।
শুধুমাত্র পোশাকটি ঠিকঠাক করতেই শুটিং চলাকালীন লেগেছে পাক্কা আড়াই ঘণ্টা। তবে, এই পোশাক পরে নাচতে হয়নি আনুশকাকে। কিন্তু পোশাকটি ঠিকঠাক করার ঝামেলাই তাকে দারুণ ভোগান্তিতে ফেলে দিয়েছিল। অবশ্য এ ভোগান্তি বেশ উপভোগ করেছেন তিনি। কারণ, ওজনের কারণে পোশাকটি শরীরে একরকমের ভিন্ন আমেজ তৈরি করেছিল বলে আনুশকার মনে হয়েছে।
রণবীর কাপুরের সাথে প্রথম কোন ছবিতে অভিনয় করলো অনুশকা শর্মা। এছাড়াও প্রথমবারের মতো কোন সম্পূর্ণ চরিত্রে অভিনয় করছেন করন জোহর। তাও আবার নেতিবাচক চরিত্রে ।