তিনি বলেন, শহরের পাশাপাশি গ্রামের জনগণকে আবাসিক সুবিধা দিতে ইউনিয়ন পর্যায়ে প্লট দেয়ার ব্যবস্থা ও পৌরসভাগুলো নিয়ে মাস্টার প্লান করতে হবে।
এ সব কাজ বাস্তবায়নে স্থানীয় সরকারকে শক্তিশালী করে কর্মকর্তাদের সততা ও সচ্ছতা নিয়ে কাজ করার নির্দেশ দেন প্রধানমস্ত্রী।
তিনি বলেন, সমবায়কে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। সমবায় নিয়ে যাতে কেউ প্রতারণা করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।
প্রধানমন্ত্রী আগামী ২০২১ সালের মধ্যে দেশকে দারিদ্র্যমুক্ত করা এবং ২০৪০ সালের মধ্যে উন্নত দেশ গঠনে যে ইশতেহার হাতে নিয়ে ক্ষমতায় এসেছেন তা বাস্তবায়নে কাজ করতে কর্মকর্তাদের প্রতি তাগিদ দেন।






