জার্মান সুপার স্টার মেসুত ওজিল বিশ্বকাপ জেতায় পাওয়া অর্থ গাজার শিশুদের দান করবেন বলে প্রকাশিত খবরটি অস্বীকার করেছেন তার মুখপাত্র। তার মুখপাত্র রোনাল্ড ইটেল বলেছেন, মেসুত গাজায় অর্থ দিবেন বলে যে খবর প্রকাশিত হয়েছে তা সত্য নয়। তিনি বর্তমানে ছুটিতে রয়েছেন। ইন্টারন্যাশনাল বিজনেস টাইমসের খবরে একথা বলা হয়েছে। এরআগে প্রকাশিত খবরে দাবি করা হয়েছিল মেসুত ওজিল গাজার শিশুদের জন্য ছয় লাখ ডলার দান করবেন। তুর্কি বংশোদ্ভূত এ খেলোয়াড় চলতি বিশ্বকাপেও নজর কাড়া পারফরমেন্স প্রদর্শন করেন। ২০০৬ সালে এ তারকা ফুটবল খেলোয়াড় জার্মানির জাতীয় দলে খেলা শুরু করেন। এরপর ২০১০ সালের বিশ্বকাপ ফুটবলে তিনি সবার নজরে আসেন। ওই বছর ভাল খেলার জন্য তিনি গোল্ডেন বলের জন্য মনোনিত হন।