রবিবার, জুলাই ০৬, ২০১৪

হাত নেই, পা দিয়ে গাড়ি চালিয়ে ১,৬০০০০ কি.মি. পথ পাড়ি

চীনে দুই হাতবিহীন এক ব্যক্তি মনের অদ্যম শক্তির জোরে যে কাজ করেছেন, তা যে কোন প্রশংসার ঊর্ধ্বে। কিন্তু, বিপত্তিও বাধলো ড্রাইভিং লাইসেন্স না থাকায়। অবিশ্বাস্য হলেও সত্যি, তিনি পা দিয়ে স্টিয়ারিং হুইল ঘুরিয়ে আর গিয়ার পরিবর্তন করে ১ লাখ ৬০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন। বাম পা দিয়ে স্টিয়ারিং ঘুরান তিনি এবং অ্যাক্সেলারেটর ও ব্রেক ব্যবহার এবং গিয়ার পরিবর্তনে ব্যবহার করেন ডান পা। লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর কারণে পুলিশ তাকে আটকের পর ৮০ ডলার জরিমানা করে। হুবেই প্রদেশের ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির পরিচয় প্রকাশ করা হয়নি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা আইএএনএস। ওই ব্যক্তি আটক হওয়ার সময় তার এক বন্ধু তার সঙ্গে ছিলেন। পুলিশের কাছে দেয়া স্বীকারোক্তিতে তিনি বলেছেন, ৭ বছর বয়সেই এক বৈদ্যুতিক দুর্ঘটনায় হাত দুটি হারিয়েছিলেন তিনি। লাইসেন্স ছাড়াই ১ লাখ ৬০ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন এবং জীবনে কখনও কোন দুর্ঘটনায় পড়েননি বলে জানান তিনি। ওই ব্যক্তি জানান, তার এক বন্ধুকে পা দিয়ে গাড়ি চালাতে দেখে তিনি উদ্বুদ্ধ হন এবং নিজেও তা রপ্ত করে ফেলেন।