রবিবার, জুলাই ১৩, ২০১৪

সাইজ জিরো ফিগারে সোনাক্ষি

হিন্দুস্তান টাইমস সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে সোনাক্ষি সিনহা বলেছিলেন, অতিরিক্ত ওজন নিয়ে মোটেও চিন্তিত নন তিনি। আর যারা তাঁর মোটা শরীর নিয়ে লেখালেখি করেন তাদের পাত্তাই দেন না এই রূপসী অভিনেত্রী। তার এমন মন্তব্য থেকে সবাই ধরেই নিয়েছিল অন্যদের মতো জিরো ফিগারের ক্রন্দনে ভাসবেন না তিনি। কিন্তু বলিউডে নিজের অবস্থান ধরে রাখতে একেবারে ঝরিয়ে ফেললেন ৩০ পাউন্ড! তবে বাড়তি ওজন ঝরিয়ে আগের থেকে হয়ে উঠেছেন আকর্ষণীয় এবং দীপ্তিময়। তবে নিশ্চয়ই দেখতে ইচ্ছা করছে আপনার পছন্দের লাস্যময়ী এই অভিনেত্রীকে। সম্প্রতি ৩০ পাউন্ড ওজন কমানো পর তার এই নতুন রূপটি ক্যামেরাবন্দী করেন এই অভিনেত্রী। চলুন তবে দেখে নেই সোনাক্ষি সিনহার জিরো ফিগারের সেই অদেখা ছবিগুলো।
http://i.imgur.com/AZeh6mF.jpg
কি ছবিটি দেখে মনে হচ্ছে না তো, যে এই কি সেই দাবাং সিনেমার চওড়া কাঁধের সোনাক্ষি?
http://i.imgur.com/mfWIFKR.jpg
দেখুন সোনাক্ষির অসম্ভব সুন্দর দুটি ছবি।
http://i.imgur.com/VrSsEup.jpg
দাবাং সিনেমায় হাত দেওয়ার আগেই এই অভিনেত্রী ঝরিয়েছিলেন পুরো ৩০ পাউন্ড। কিন্তু তারপর গ্ল্যামারাস লুক পেতেই বুঝি আরো ৩০ পাউন্ড ওজন ঝরিয়ে ফেলেন।
http://i.imgur.com/9KDq75J.jpg
ছবিতে দেখুন দুটি ম্যাগাজিনের প্রচ্ছদে ছিপছিপে গড়নের সোনাক্ষিকে। কি আকর্ষণীয়ই না দেখাচ্ছে তাকে।
http://i.imgur.com/UQ51wbS.jpg
একেবারেই ভিন্ন রূপের সোনাক্ষিকে দেখুন।
http://i.imgur.com/B4kyuf2.jpg
লাল গাউনে অপূর্ব সোনাক্ষি। ডান পাশের ছবিতে ঠিক ময়ূরের মতোই লাগছে এই অভিনেত্রীকে।