একের পর এক ইনজুরির শিকার হচ্ছেন বিশ্বকাপের সেরা
তারকারা। ব্রাজিলের হেক্সা মিশনের অন্যতম স্বপ্নদ্রষ্টা নেইমারের দুর্ঘটনার
একদিন পরই ফের ইনজুরির পড়লেন আর্জেন্টিনার আক্রমণ ভাগের মধ্যমণি
অ্যাঞ্জেল ডি মারিয়া। উরুর মাংসপেশিতে টান পড়ায় সম্ভবত তার ব্রাজিল
বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে। নেইমার ট্র্যাজেডির পর শোকের ছায়া নেমে এলো
আর্জেন্টাইন শিবিরেও। শনিবার রাতে বেলজিয়ামের মুখোমুখি কোয়ার্টার ফাইনালের
লড়াইয়ে খেলতে নেমে ম্যাচের ৩৩ মিনিটে ইনজুরি আক্রান্ত হন ডি মারিয়া। ওই
ম্যাচে বেলজিয়ামকে ১-০ গোলে হারিয়ে ২৪ বছর পর বিশ্বকাপের সেমিফাইনালে উঠে
আর্জেন্টিনা। রিয়েল মাদ্রিদ ও আর্জেন্টাইন তারকা ডি মারিয়ার এজেন্ট এগেনিও
লোপেজ আন্তর্জাতিক একটি সংবাদ মাধ্যমকে জানান, উরুর পেশিতে চির ধরায়
বিশ্বকাপ থেকে ছিটকে পড়েছেন ডি মারিয়া। তবে আগামীকাল ডাক্তারি পরীক্ষা করার
পর তার পরিস্থিতি বিস্তারিত জানা যাবে।