২৮ জুন এ কথা জানান তিনি। মেসি সুদর্শন বলেই ফুটবল দেখেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই অভিনেত্রী।
বিদ্যা বলেছেন, শুধু মেসিকেই চিনি, কারণ তিনি দেখতে দারুণ সুন্দর! মেসি মাঠে নামলে বন্ধুরা আমাকে জানিয়ে দেয়। তখনই টিভি চালিয়ে বসে শুধু তাকেই দেখি। এ ছাড়া ফুটবল নিয়ে আমার কোনো আগ্রহ নেই।






