সামাজিক দায়বদ্ধতা থেকেই বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন 'পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান' খ্যাত ব্রিটিশ অভিনেত্রী কিরা নাইটলি। বিয়ের রীতিনীতিতে তার বিশ্বাস না থাকলেও পারিবারিক মূল্যবোধ ধরে রাখতেই বিয়ে করেছেন বলে জানিয়েছেন তিনি। ডেইলি মেইলের খবরে জানা গেছে, জীবনে কখনো বিয়ে করবেন না বলে ঠিক করেছিলেন কিরা। কিন্তু তার পরিবারের সদস্যরা বিয়েটাকে জীবনের গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করেন।
তাই বাবা-মায়ের সিদ্ধান্তকে সম্মান জানাতেই বিয়ে করেছেন তিনি। এ প্রসঙ্গে কিরা বলেন, 'আসলে আমি আমার বাবা-মাকে দেখেছি তারা বেশ সুখী। কিন্তু আমার মনে হতো, বিয়ে না করেও সুখী হওয়া যায়। এমনকি আমি কৈশোরে বাবা-মাকে জিজ্ঞাসাও করেছিলাম, কী দরকার ছিল বিয়ে করার। তবে শেষমেশ আমিও কাজটা করে ফেললাম।' সূত্রটি আরো জানিয়েছে, ২৯ বছর বয়সী কিরা গত বছর দক্ষিণ ফ্রান্সে মিউজিশিয়ান জেমস রিগটনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
এখন তিনি অভিনয়ের পাশাপাশি পুরোদস্তুর সংসারী বনে গেছেন। জেমসকে নিজের হাতে মজার মজার সব রেসিপি রেঁধে খাওয়াচ্ছেন। বর্তমানে কিরা নাইটলি পাঁচটি ছবিতে অভিনয় করছেন। এগুলো হলো 'বিং অ্যাগেইন', 'জেক রেইন; স্যাডো রিক্রুট', 'ল্যাগিস', 'দি ইমিটেশন গেইম' ও 'এভারেস্ট'।