মঙ্গলবার, জুলাই ০১, ২০১৪

ব্যবহারকারীদের অজান্তেই পরীক্ষা চালিয়েছে ফেইসবুক

ব্যবহারকারীদের না জানিয়ে তাঁদের মানসিক অবস্থার বিভিন্ন দিক নিয়ে গোপনে পরীক্ষা চালিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সামাজিক যোগাযোগের সাইট ফেইসবুক। যুক্তরাষ্ট্রের কর্নেল ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার সহযোগিতায় প্রায় সাত লাখ ব্যবহারকারীর ওপর এই গবেষণা চালিয়েছে তারা। ব্যবহারকারীদের অজান্তেই নিউজ ফিডে পরিবর্তন আনা হলে তাঁদের মানসিক অবস্থা কেমন হতে পারে, তা জানতেই এ পরীক্ষা চালানো হয়। গোপন এ পরীক্ষা চালানোর বিষয়টি স্বীকারও করেছে ফেইসবুক। তবে তাদের দাবি, পরীক্ষাকালীন ব্যবহারকারীদের কোনো তথ্য অপ্রয়োজনীয়ভাবে সংগ্রহ করা হয়নি। অর্থাৎ নির্দিষ্ট করে কোনো ব্যক্তির তথ্যও ব্যবহার করা হয়নি। তবে এই কার্যক্রমকে ব্যবহারকারীদের ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপের শামিল বলেই মনে করছেন অনেকে। বিষয়টিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের সদস্য জিম শ্যারিডান। বিষয়টি নিয়ে তদন্ত চালানোর আহ্বানও জানিয়েছেন তিনি।
সূত্র : বিবিসি