পাঞ্জাব প্রাদেশিক পরিষদের বিরোধীদলীয় নেতা মিয়া মাহমুদুর রাশিদ জানিয়েছেন, জামান পার্কে ইমরান খানের বাড়িতে গতকাল (শনিবার) এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং দলের নেতা ইমরান খান চাওয়া মাত্র সংসদ সদস্যরা তার হাতে পদত্যাগপত্র দিতে রাজি হয়েছেন।
মাহমুদুর রাশিদ বলেন, সরকারকে নির্বাচনী ব্যবস্থায় সংস্কার আনতে বাধ্য করা এবং প্রয়োজনে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ সৃষ্টি করতে তারা পদত্যাগ করবেন।
সূত্র : রেডিও তেহরান