বলিউডে মৌসুমটা মনে হচ্ছে বিচ্ছেদের। সম্প্রতি কারিশমা কাপুর-সঞ্জয় কাপুর, উদয় চোপড়া-নার্গিস ফাকির, হৃত্বিক রোশন-সুজানে খানদের মতো তারকাদের বিচ্ছেদের খবর বলিউডের বাতাসে। এরই মধ্যে রনবীর কাপুর আর ক্যাটিনা কায়েফের প্রেম এবং গাঁটছড়া বাঁধার পরিকল্পনার খবরও বেশ গুঞ্জণ তুলেছে। তাদের সম্পর্কের নানা টানাপড়েন ইতিমধ্যেই মিডিয়াতে এসেছে। তাই পরিণয়ের পরিণতিতে অনেকেই তাদের মধ্যেও বিচ্ছেদের করুণ সুর বাজতে দেখছেন। রনবীর-ক্যাটরিনার বিচ্ছেদের পক্ষে যথেষ্ট এমন পাঁচটি কারণ তুলে ধরেছেন বোদ্ধারা।
১. নিরাপত্তাহীনতা : রনবীর কাপুরের সঙ্গে সম্পর্কের বিষয়ে নিরাপত্তাহীনতার ভোগেন ক্যাটরিনা। সাহারা সময়ের এক প্রতিবেদনে বলা হয়, অনুরাগ কাশিয়াপের 'জাগা জাসুস' ছবির শুটিংয়ে যখন রনবীর শ্রীলঙ্কা যান, তখন রীতিমতো গোয়েন্দার দৃষ্টি রেখেছিলেন ক্যাট। রনবীর কোথায় যান, কী করেন ইত্যাদি। ক্যাটরিনার এসব পদক্ষেপে অস্থির রনবীর। ক্যাট নাকি তাই করছেন যা রনবীরের সাবেক প্রেমিকা দীপিকা পাড়ুকোন করতেন।
২. এক্স-ফ্যাক্টর : বলিউডে কাজের সময় একের পক্ষে অপরকে এড়িয়ে চলাটা খুব কঠিন। আর তারা যদি দীপিকা আর সালমান খানের মতো তারকা হয়ে থাকেন, তবে তা প্রায় অসম্ভব। রনবীর যখন দীপিকাকে নিয়ে ডেটিং করতেন, তখন ক্যাটের সম্পর্ক ছিলো সালমানের সঙ্গে। দুই পক্ষের মধ্যে ভাঙন ঘটলেও ক্যাট এখনো সালমানের সঙ্গে এবং দীপিকা রনবীরের সঙ্গে ছবি করছেন। কাজেই পুরনো প্রেম যে আবার মাথাচাড়া দেবে না তা বলা যায় না।
৩. সহ-তারকাদের মধ্যে যুদ্ধ : প্রেমের জুটিদের মধ্যে যখন সবার সামনে যুদ্ধ হয়, তখন তার ভবিষ্যত অন্ধকার দেখা যায়। 'জাগা জাসুস' ছবির শুটিংয়ে ক্যাট আর রনবীরের মধ্যে বেশ কয়েকবার ঝগড়া হতে দেখা গেছে। ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, শুটিংয়ে ক্যাট যখন খেয়াল করেন যে রনবীরের একজন স্টান্ট হৃত্বিকের 'ব্যাং ব্যাং' ছবির মতো স্টান্ট করছেন। আর তখনই রনবীরের মেজাজ চড়ে যায়। আরেক তারকার খবর এভাবে সবার সামনে তুলে আনাটা মোটেও ভালো লাগেনি রনবীরের।
৪. বিয়ের বিষয়ে অনিশ্চয়তা : এখনো নিশ্চিত খবর পাওয়া যায়নি রনবীর আর ক্যাটের বিয়েটা কবে কোথায় কীভাবে হতে যাচ্ছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, এই লাভবার্ডরা ২০১৫ সালে বিয়ে করবেন। ইতিমধ্যে ক্যাট বলেছেন, এ খবরটি গুজব। তা ছাড়া ক্যাট এই সম্পর্ককে বিষয়ে যতোটা সিরিয়াস, রনবীর নাকি ততোটাই অপ্রস্তুত। তিনি এতো দ্রুত নাকি বিয়ে করতেই চান না।
৫. আক্ষরিক অর্থে প্লে-বয় : দীপিকা পাড়ুকোন থেকে শুরু করে সোনম কাপুরের সঙ্গে ডেটিং করেছেন রনবীর। বেশ কয়েকজন সুন্দরী বলিউড তারকার কাছে রোমান্টিক হিরো রনবীর। বর্তমানে ক্যাটের সঙ্গে সম্পর্কে স্থিরতা থাকলেও রনবীর আক্ষরিক অর্থে একজন প্লে-বয়। তাই একজন প্লে-বয়ের পক্ষে কারো আঁচলের নিচে বাস করা কী আদৌ সম্ভব? সূত্র : ইন্ডিয়া টাইমস
- See more at: http://www.kalerkantho.com/online/entertainment/2014/06/27/100876#sthash.IWaFRdt3.dpuf