আইসিসি’র সভাপতি নির্বাচিত হওয়ায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল)কে অভিনন্দন জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। আজ সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে অনির্ধারিত আলোচনায় তিনি বলেন, তাকে (পরিকল্পনামন্ত্রী) অনেকে লোটাস কামাল বলে ডাকেন। এই লোটাস শব্দটি কিভাবে আসল? আমি এভাবে বলে থাকি, তার স্কুলজীবনে শিক্ষার প্রতি অনুরাগ এবং জ্ঞানের প্রতি তার আগ্রহের কারণে শিক্ষকেরা তাকে লোটাস নাম দিয়েছিলেন। অর্থাৎ গোবরে পদ্মফুল।
লতিফ সিদ্দিকী বলেন, পোড়ার দেশের কপালে তো কিছু হয় না। ২৬শে জুন একটি বিশাল অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে এই অর্জন সম্ভব হয়েছে। ২৬শে জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইসিসির বার্ষিক সভায় মুস্তফা কামালকে সভাপতির দায়িত্ব দেয়া হয়। মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রহণের দাবি জানান লতিফ সিদ্দিকী।
লতিফ সিদ্দিকী বলেন, পোড়ার দেশের কপালে তো কিছু হয় না। ২৬শে জুন একটি বিশাল অর্জন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে এই অর্জন সম্ভব হয়েছে। ২৬শে জুন অস্ট্রেলিয়ার মেলবোর্নে আইসিসির বার্ষিক সভায় মুস্তফা কামালকে সভাপতির দায়িত্ব দেয়া হয়। মুস্তফা কামালকে অভিনন্দন জানিয়ে সংসদে ধন্যবাদ প্রস্তাব প্রহণের দাবি জানান লতিফ সিদ্দিকী।