এবারের ঈদে মাছরাঙা টেলিভিশনের ‘রাঙা সকাল’ অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও তার স্ত্রী নৃত্যশিল্পী তিনাকে। ঈদের দ্বিতীয় দিন সকাল ৭ টায় প্রচার হবে অনুষ্ঠানটি। এ অনুষ্ঠানে নিজেদের ব্যক্তিজীবন, প্রেম-ভালবাসা-সংসার ও অভিনয় জীবনের নানাদিক নিয়ে কথা বলবেন তারা। কে প্রথম ভালবেসেছিল, কে প্রথম কাছে এসেছিল, মান-অভিমান, উত্থান-পতন, সুখ-দু:খসহ দু’জনের অনেক অজানা তথ্য উঠে আসবে এতে। এরইমধ্যে অনুষ্ঠানটির ধারণকাজ সম্পন্ন হয়েছে। অদিতি ও রুম্মান রশীদ খানের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রাকিবুল আলম রুশো ও জোবায়ের ইকবাল।