বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (বেফাক)-এর পক্ষ থেকে চলতি বছর সাদাকাতুল ফিতরার পরিমাণ মাথাপিছু ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। শনিবার দুপুর ২টায় বেফাকের কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় মুফতি বোর্ডের সাদাকাতুল ফিতরার বর্তমান বাজারমূল্য নির্ধারণী সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়। বেফাক মহাসচিব মাওলানা আব্দুল জব্বার জাহানাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মুফতি শিব্বির আহমাদ মাহবুর, মুফতি হাবীবুল্লাহ মিসবাহ, মুফতি রফীউদ্দীন, মুফতি ইয়াহইয়া, মুফতি তাওহীদুল ইসলাম, মুফতি হুসাইন আহমাদ, মুফতি আনোয়ার হুসাইন প্রমুখ। বেফাকের প্রচার বিভাগের দায়িত্বশীল মুহাম্মাদ আশরাফুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ১ কেজি ৬৩৫ গ্রাম গমের বাজার মূল্য হিসেবে জনপ্রতি ফিতরা ৬০ টাকা ধার্য করা হয়।
উল্লেখ্য, গম ছাড়াও খেজুর, কিসমিস, পনির ও যবের বাজারমূল্য দিয়েও সাদাকাতুল ফিতরা আদায়ের নির্দেশনা হাদিস শরিফে উল্লেখ রয়েছে। তবে এসব খাদ্যপণ্যের ৩ কেজি ২৭০ গ্রামের বাজারমূল্য হিসাব করে আদায় করতে হবে। তাই, এগুলোর মধ্যে থেকে যেকোনো একটির বাজার মূল্য দিয়েই যে কেউ ইচ্ছে করলে ফিতরা আদায় করতে পারে। সে ক্ষেত্রে সামর্থ্য অনুযায়ী তুলনামূলক বেশি বাজার মূল্যের খাদ্যপণ্যকে আদর্শ ধরে ফিতরা আদায় করা উত্তম। দেশের বিভিন্ন বাজারমূল্যে তারতম্য হতে পারে। তাই, যেকোনো বাজার মূল্য হিসাব করে আদায় করলেও ফিতরা আদায় হয়ে যাবে। এখানে শুধু ঢাকার বজারমূল্য সংগ্রহ করে হিসাব করা হয়েছে।