আর এই
আইটেম গানে অনেকটা অর্ধনগ্ন হয়েই পারফর্ম করেছেন তিনি। গানটির একটি দৃশ্যে
তাকে শুধু তোয়ালে পরা অবস্থায় বাথটাবে দেখা যাবে। এরই মধ্যে এ গানটির
দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। গানটি গেয়েছেন সুনিধি চৌহান ও কোরিওগ্রাফি
করেছেন গনেশ আচার্য। রোমান্টিক-কমেডিনির্ভর এ ছবিতে মল্লিকা অভিনয় করছেন
রিতেশ দেশমুখের বিপরীতে। এদিকে মল্লিকার করা আইটেম গানটি দিয়েই ছবির
প্রচারণা শুরু হবে। ছবিটি মুক্তির কথা রয়েছে সেপ্টেম্বরে। খুব শিগগিরই এই
আইটেম গানটির একটি প্রমো অনএয়ার শুরু হবে চ্যানেলগুলোতে।
সেখানেই
দর্শকরা দেখতে পাবেন অর্ধনগ্ন মল্লিকাকে। তবে এ গান ও ছবিটি নিয়ে বেশ
এক্সাইটেড এই অভিনেত্রী। এ বিষয়ে তিনি বলেন, কান উৎসবে অংশ নেয়ার পরপরই
দেশে ফিরে এ ছবিটির কাজ শুরু করেছি। প্রিয়দর্শনের ছবিতে আমি আগেও কাজ
করেছি। তবে এবারের ছবির কাহিনী অনেক ভিন্নধর্মী। অনেক কমেডি, রোমান্স থাকবে
এখানে। আর ছবির জন্য একটি আইটেম গানের কাজ করেছি। এখানে আবেদনময়ী রূপেই
দেখা যাবে আমাকে। আশা করছি ভাল লাগবে সবার।






