মঙ্গলবার, জুলাই ০১, ২০১৪

প্রেমের ক্ষেত্রে মেয়েদের প্রতারণার কারণগুলো?

প্রেম থাকলে প্রতারণা থাকবেই। নারীরা প্রতারণা করেন, করেন পুরুষও। এবং স্বভাবতই প্রেমের ক্ষেত্রে মেয়েদের প্রতারণার বিষয়টি ছেলেদের চাইতে কিছুটা ভিন্ন। নারী ও পুরুষের চাওয়া-পাওয়া ভিন্ন বিধায় তাঁদের কারণগুলোও ভিন্ন হয়ে থাকে। আপনার কাছে যেটা হয়তো কোনো বিষয়ই নয়, আপনার প্রেমিকার কাছে হয়তো সেটাই ভীষণ বড় একটি ব্যাপার। জানতে চান প্রেমের ক্ষেত্রে মেয়েদের প্রতারণার কারণগুলো? আসুন জেনে নেই!
১. পারিবারিক কারণে :
মেয়েরা সাধারণত প্রেমের সম্পর্কটিতে অনেক বেশি ইতিবাচক হয়ে থাকেন। কিন্তু যতি তার পবিার থেকে খুব বাজে ধরনের চাপ আসে সেক্ষেত্রে মেয়েরা অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়ে থাকে ছেলেটির সাথে প্রতারণা করতে।
২.হবু শ্বাশুড়ি ও ননদের কারণে :
অনেকেই ভালোবাসার মানুষটির পরিবারকে অনেক বেশি ভয় পেয়ে থাকেন। হবু শ্বাশুড়ি এবং ননদের আচরণে ভয় পেয়ে মেয়েরা চায় না ছেলেটিকে বিয়ে করতে। এ কারণেও মেয়েরা প্রেমের সম্পর্কটির সাথে প্রতারণা করে থাকেন।
৩. সামাজিক মর্যাদার লোভে :
অনেক নারী লোভী প্রকৃতির হয়ে থাকে। তারা প্রেম করে ঠিকই কিন্তু একটা পর্যায়ে গিয়ে চিন্তা করে যাকে সে ভালোবাসে তার ক্যারিয়ার তেমন ভালো কিছুই না। তাছাড়া তাকে বিয়ে করলে আর্থিক অভাবে পড়ার সম্ভাবনাও রয়েছে বলে ভাবেন। এ কারণে কিছুটা সামাজিক মর্যাদার লোভে তারা প্রেমের সম্পর্কটির সাথে প্রতারণা করে থাকেন।

৪. নিরাপত্তার অভাবে :
অনেক সময় নারীরা যাকে ভালোবাসে তার কাছেই নিরাপত্তার অভাববোধ করে থাকেন। তারা ভাবেন বিয়ের আগেই তার অস্তিত্ব বিলীন তাহলে বিয়ের পরে কি হবে। এই নিরাপত্তার অভাবেও নারীরা প্রেমের সম্পর্কটির সাথে প্রতারণা করে থাকেন।
৫. প্রেমিকের উপর থেকে বিশ্বাস উঠে গেলে :
নারীরা অনেক বেশি সংবেদনশীল প্রকৃতির হয়ে থাকেন। প্রেমিক পুরুষরা হাজার দোষ করলেও নারীরা তা ক্ষমার দৃষ্টিতে দেখে থাকেন। কোনো কারণে বিশ্বাস হারিয়ে ফেললেও আবার বিশ্বাস করার চেষ্টা করেন। ফলে দূরে সরে জান সম্পর্কটি থেকে।
৬. প্রেমিকের চরিত্রগত সমস্যা থাকলে :
প্রেমিক পুরুষটি যদি চরিত্রগত দিক থেকে ভালো না হয় অর্থাৎ দুশ্চরিত্রের অধিকারী হয় তাহলেও নারীরা প্রতারণা করে থাকেন। কেননা তাদের আর কোনো উপায় থাকে না।
৭.প্রেমিকের সময় না দেয়ার কারণে :
অনেক ছেলেই আছেন যারা প্রেমের সম্পর্কটি টিকিয়ে রাখছেন ঠিকই কিন্তু মেয়ে বন্ধুটিকে সময় দিতে পারছেন না একেবারেই। নারীরা সাধারণত তার প্রেমিকের কাছ থেকে একটু বেশি সময় আশা করে থাকেন। কিন্তু হয়ত ব্যস্ততার কারণে ছেলেরা এই সময়টুকু দিতে পারেন না। কিন্তু আবেগী নারীরা এসব ক্ষেত্রে ছেলেদের সাথে প্রতারণা করে থাকে। পুরাতন প্রেমিককে ছেড়ে যে ছেলে বেশি সময় দিতে পারে তার কাছে চলে যায়।
৮.ক্যারিয়ারের কারণে :
অনেক মেয়েই অনেক বেশি ক্যারিয়ার সচেতন হয়ে থাকেন। ক্যারিয়ারে ভালো অবস্থানে যাওয়ার জন্য তারা পুরোনো প্রেমের সম্পর্কে প্রতারণা করে থাকেন কেননা তারা মনে করেন যে এটি তাদের উন্নতির পথের সবচেয়ে বড় বাঁধা। তাই অনেকটা স্বার্থপরের মতই প্রতারণা করে থাকেন।
৯. বন্ধুদের কথার কারণে :
অনেক বন্ধুরা মেয়েদেরকে তাদের প্রেমিকের নানা বাজে কথা বলে পঁচিয়ে থাকেন। আবার অনেক নারীই আছেন যারা বন্ধুদের কথাকে অনেক বেশি গুরুত্ব সহকারে নিয়ে থাকেন। এ কারণে বন্ধুদের অপছন্দকে তারা মূল্য দিয়ে থাকেন। এছাড়া নানা ধরনের খোঁচানো কথায় তারা অতিষ্ঠ হয়েই প্রেমিক পুরুষটির সাথে প্রতারণা করেন।

১০.যৌন স্বাদে ভিন্নতা আনতে :
আধুনিক যুগের পুরুষদের মত নারীরাও অনেক বেশি আধুনিক হয়ে গেছে। পুরুষরা যেমন বিভিন্ন যৌন স্বাদ পেতে ভালোবাসেন তেমনি এমন অনেক নারী আছেন যারা বিভিন্ন পুরুষের সাথে যৌন স্বাদ গ্রহণ করতে চান। এরা এক পুরুষের মাঝে সকল সুখ খুঁজে পায় না। এ কারণেও এই নারীরা প্রেমের সম্পর্কে প্রতারণা করে থাকে।
১১.একঘেঁয়েমির কারণে :
একটি সম্পর্ক অনেকদিন ধরে স্থায়ী হলে একজন পুরুষ যেমন বিরক্ত হয়ে পড়েন তেমনি একজন নারীও বিরক্ত হয়ে পড়েন। সম্পর্কটিতে এক ধরনের একঘেঁয়েমিতা চলে আসে। এই একঘেঁয়েমিতা দূর করতে নারীরা প্রেমিক পুরুষটির সাথে প্রতারণা করে থাকেন।
১২. খারাপ প্রবণতা থেকে :
কতগুলো পুরুষ যেমন খারাপ প্রবণতা থেকে প্রেম করে তেমনি কিছু নারীও আছে যারা ঐ একই খারাপ উদ্দেশ্যে প্রেম করে থাকে। অর্থাৎ এই মেয়েগুলো খারাপ প্রকৃতির হয়ে থাকে, এরা বহুপুরুষগামী হয়ে থাকে। এ কারণে কোনো একজন পুরুষ এদের জীবনে স্থায়ী হয় না। ফলে তারা প্রেমের সম্পর্কটির সাথে খুব সহজেই প্রতারণা করে থাকেন।