স্প্যানিশ জায়ান্ট
রিয়াল মাদ্রিদের
জন্য সদ্য
সমাপ্ত বিশ্বকাপে
গোল্ডেন বুট
জেতা কলম্বিয়ার
তারকা জেমস
রদ্রিগেজকে চুক্তিবদ্ধ
করাটা সঠিক
হবে বলে
দৃঢ়ভাবে বিশ্বাস
করেন ব্রাজিল
কিংবদন্তী রোনালদো।
মোনাকো থেকে
রদ্রিগেজকে দলে
ভেড়ানোর জন্য
রিয়াল মাদ্রিদ
কোচ কার্লো
আনচেলত্তির চাপ
সৃষ্টি করা
উচিৎ বলেও
মন্ন তিনিতব্য
করে।
রোনালদোর মতে
রদ্রিগেজ এবং
রিয়াল মাদ্রিদ
হবে ‘একটা
গ্রেট কম্বিনেশন’।
বিশ্বকাপে ছয়
গোল করে
টুর্নামেন্টের গোল্ডেন
বুট জয়
করেন মোনাকোর
এ প্লেমেকার।
নিজে সেরার
স্বীকৃতি পেলেও
কোয়ার্টার ফাইনালে
ব্রাজিলের কাছে
২-১
গোলে হেরে
টুর্নামেন্ট থেকে
বিদায় নেয়
কলম্বিয়া।
নিজের পারফরমেন্সর
ভিত্তিতেই স্প্যানিশ
দলটির নজর
কেড়েছেন ২২
বছর বয়সী
রদ্রিগেজ। ইতোমধ্যে
আলোচনাও শুরু
হয়েছে। যদিও
মোনাকো ইতোমধ্যেই
তাকে না
ছাড়ার কথা
জানিয়ে দিয়েছে।
তথাপি বার্নব্যুতে
যেতে উদগ্রীব
বিশ্বকাপের এ
নতুন সেনশেসন।
রোনালদোর বিশ্বাস
কার্লো আনচেলত্তির
দলের জন্য
রদ্রিগেজ হবে
একটি আদর্শ
চুক্তি এবং
এজন্য লীগ
ওয়ানের দল
মোনাকোর সঙ্গে
বোঝাপড়া করা
উচিৎ। মাদ্রিদের
সাবেক তারকা
মার্কা পত্রিকাকে
বলেন, ‘জেমসের
প্রতি রিয়াল
মাদ্রিদের আগ্রহ
আছে কিনা
আমি জানিনা।
দেখা যাক
কি হয়।
সব খেলোয়াড়ের
নজরই ছিল
বিশ্বকাপ নিয়ে।
বিশ্বকাপ শেষ
হয়েছে, এখন
কিছু ঘটতে
পারে। আমার
দৃষ্টিতে বিশ্বের
সেরা দল
রিয়াল মাদ্রিদের
জন্য এটা
একটা অসাধারন
চুক্তি হবে
বলে আমার
বিশ্বাস। এটা
হবে একটা
গ্রেট কম্বিনেশন।’প্রন্টি
ক্লোজ উইন্ডো