বার্সেলোনা ক্লাব
প্রেসিডেন্ট জোসেপ
বার্তামিউ মনে
করেন, লুই
সুয়ারেজকে দলে
ভিড়িয়ে সেরা
আক্রমণ ভাগ
সাজাল তার
ক্লাবটি। তবে
এই বিতর্কিত
ফরোয়ার্ড দলে
আসায় টিম
বা মেসির
উপর কোন
নেতিবাচক প্রভাব
পড়বে না
বলে মনে
করেন তিনি।
সুয়ারেজকে দলে
ভিড়িয়ে বেশ
সমোলচনা হচ্ছে
চারিদিকে। বার্সার
সাবেক তারকা
খেলোয়াড় ক্রুইফ
মনে করেন
দলীয় সমন্বয়ে
বেশ সমস্যা
হতে পারে।
এই ফরোয়ার্ড
কোন পজিশনে
খেলবেন সেটা
নিয়েও মত
দিয়েছেন ভিন্ন
ভাবে।
লিভারপুলের সাবেক
খেলোয়াড় আসায়
মেসির কোন
সমস্যা হওয়ার
কথা না।
বিশ্বকাপে গোল্ডেন
বল পাওয়া
মেসি তার
পজিশনেই খেলবেন।
সুয়ারেজ বার্সা
টিমে নয়
নম্বর জার্সি
গায়ে মাঠে
নামছেন। এর
আগে ভিয়া,
ইব্রাহমভিচ, ইতো
এই জার্সি
গায়ে জড়িয়েছে।
ক্লাব প্রেসিডেন্ট
বলেন, বার্সার
ইতিহাসে সেরা
আক্রমণ ভাগ
সাজানো হয়েছে।
আমরা অন্যতম
সেরা ফরোয়ার্ডেকেই
দলে ভিড়িয়েছি।
গত মঙ্গলবার
সে পাঁচ
বছরের জন্য
আমাদের ক্লাবে
নাম লিখিয়েছে।
মেসি, নেইমারের
পাশেই সে
খেলবে।