পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপজাতি অধ্যুষিত অঞ্চলে মার্কিন ড্রোন হামলায় কমপক্ষে ৮ সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছে। পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তারা এ তথ্য দিয়েছেন। তারা বলছেন, উত্তর ওয়াজিরিস্তানের দাত্তা খেল এলাকায় এ ড্রোন হামলা পরিচালিত হয়। এ এলাকাতেই পাকিস্তানের সামরিক বাহিনী গত ১৫ই জুন থেকে বড় ধরনের অভিযান চালাচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া। এ সপ্তাহে ওই অঞ্চলে দ্বিতীয়বারের মতো ড্রোন অভিযান চালানো হলো। উত্তর ওয়াজিরিস্তান জঙ্গিদের অভয়ারণ্য হিসেবে বিবেচিত। আফগান সীমান্তের কাছে মার্কিন ও ন্যাটো সেনাদের ওপর যে হামলাগুলো চালানো হয়, তার পরিকল্পনা এসব এলাকাতেই হয় বলে গোয়েন্দা সূত্রে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে, ওয়াশিংটন ও ইসলামাবাদের সম্পর্কে টানাপড়েনের অন্যতম কারণ মার্কিন ড্রোন অভিযান। মার্কিন ড্রোন হামলা পাকিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বরাবর তীব্র নিন্দা জানিয়ে আসছে পাকিস্তান। তা সত্ত্বেও পাকিস্তানের ভূখণ্ডে পরিচালিত হচ্ছে একের পর এক ড্রোন হামলা। আর তাতে জঙ্গি সদস্য ছাড়াও প্রাণ হারাচ্ছেন বেসামরিক ও নিরপরাধ মানুষ।