বৃহস্পতিবার, জুলাই ০৩, ২০১৪

অধিকারের রিপোর্ট: ৬ মাসে বিচারবহির্ভূত হত্যার শিকার ১০৮ জন

২০১৪ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ১০৮ জন বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছে বলে মানবাধিকার সংগঠন ‘অধিকার’র এক রিপোর্টে বলা হয়েছে। হিসাব অনুযায়ী প্রতিমাসে ১৮ জন প্রাণ হারিয়েছে বিচারবর্হিভূতভাবে। এরমধ্যে ১২ জন বিএনপির, ৩ জন আওয়ামী লীগের, ২১ জন জামায়াত-শিবিরের নেতাকর্মী। ভুক্তভোগী পরিবারের সদস্যদের অভিযোগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের স্বজনদের গুলি করে হত্যা করেছে। ১০৮ জনের মধ্যে ৬৬ জন ক্রসফায়ারে নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে পুলিশের হাতে ৩৯ জন, র‌্যাবের হাতে ১৪ জন, যৌথ বাহিনীর হাতে ৮ জন, ২ জন র‌্যাব ও বিজিবির হাতে এবং ৩ জন কোস্টগার্ডের হাতে নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৭ জন মারা গেছে নির্যাতনে। এরমধ্যে ৬ জন পুলিশি নির্যাতনে এবং ১ জন র‌্যাবের নির্যাতনে। ৩০ জন মারা গেছে গুলিতে। এরমধ্যে পুলিশের গুলিতে ২০ জন, র‌্যাবের গুলিতে ৪ জন, বিজিবি’র গুলিতে ২ জন, যৌথ বাহিনীর গুলিতে ৩ জন এবং একজন সেনাসদস্যের গুলিতে প্রাণ হারিয়েছে।