এই মুহূর্তে বিপাশা-হারমান ও রণবীর-ক্যাটরিনার মাঝে সবচাইতে বড় মিল
কী বলতে পারেন? মিল আছে অনেক গুলোই। এই চারজনেরই আছে প্রাক্তন প্রেমের বড়
সর্বনাশা ইতিহাস। জন আব্রাহামের সাথে বিপাশার বহু বছরের লিভিং টুগেদার
নিয়ে সকলে যেমন জানেন, ক্যাটরিনা-সালমানের তুমুল প্রেমের কথাও অজানা নয়।
হারমানের সাথে প্রিয়াংকা ডুবে ডুবে পানি খেলেও, দীপিকার মন ভাঙার ইনিংস
রণবীর খেলেছেন পুরো বলিউডের সামনেই। এই চারজনই প্রেমের দুনিয়ার পাক্কা
খেলোয়ার, লিভ টুগেদার করা নিয়ে বিশেষ সংকোচ নেই তাঁদের।
হ্যাঁ,
এবারো সেটাই করতে চলেছেন তারা। রণবীর-ক্যাটরিনা স্পষ্ট জানিয়ে দিয়েছেন
যে বিয়ে করছেন না তারা। এমনকি আগামী কিছু বছরের মাঝেও নাকি বিয়ে করার
প্ল্যান নেই তাঁদের। এমনকি মিডিয়ার সামনে আজকাল নিজেদের প্রেমের প্রসঙ্গে
"ব্রেকআপ" সাইনবোর্ড ঝুলিয়ে রেখেছেন তারা। অথচ আসল খবর হচ্ছে বাড়ি ছেড়ে
দিচ্ছে রণবীর কাপুর, এবং তিনি ও ক্যাটরিনা মিলে আজকাল ফ্ল্যাট দেখে
বেড়াচ্ছেন।
এদিকে কিছুদিন আগেই জানা গেলো বিয়ে
করতে যাচ্ছেন বিপাশা ও হারমান, এবং তাঁদের বাগদান নাকি এই এপ্রিলেই। অথচ
এপ্রিল শুরু হয়ে মাস প্রায় শেষের দিকে, বাগদানের কোনো খোঁজ নেই! অন্যদিকে
এই জুটিও বেশ জোরেসোরে ফ্ল্যাট খুঁজে বেড়াচ্ছেন একসাথে বসবাস করার জন্য।
বিপাশার জন্য অবশ্য এটা নতুন কিছু নয়। জন আব্রাহামের সাথে বহু বছর লোভ
টুগেদার করেছেন তিনি। সময়টা এত দীর্ঘ যে তাঁদের সম্পর্ক ভাঙনকে "ব্রেকআপ"
না বলে "ডিভোর্স" বলাটাই সম্ভবত বেশি মানানসই!