শুক্রবার, জুলাই ১৮, ২০১৪

বাংলাদেশের অতি পরিচিত দ্বীপগুলো

নদীমাতৃক দেশ আমাদের এই বাংলাদেশ। আমাদের দেশের মধ্যে জালের মত ছড়িয়ে রয়েছে নদীগুলো যা প্রধানত ভারত ও চীন থেকে উৎপন্ন এবং এসব নদী প্রচুর পলিমাটি পরিবহন করে একারণেই পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ আমাদের গাঙ্গেয় বদ্বীপ এবং এই অঞ্চলের উচ্চতা অত্যন্ত কম হওয়ার ফলে এই অঞ্চল প্রাচীন কাল থেকেই ভাটির দেশ হিসেবে সুপরিচিত।
এই পলিমাটি বহনকারী মূল নদী মেঘনা যেখানে সমুদ্রে মিশেছে সেই মোহনায় প্রচুর পলি জমা করে নিত্য নতুন চর জাতীয় দ্বীপ সৃষ্টি করছে। তাছাড়া সুন্দরবন সংলগ্ন অঞ্চলে অনো কগুলো দ্বীপ আছে, তাছাড়া মহেশখালি, কুতুবদিয়া আর সন্দ্বীপের মত প্রাচীন দ্বীপ তো আছেই, তাছাড়াও আছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ নারিকেল জিঞ্জিরা যা সেন্ট মার্টিন্স আইল্যান্ড নামে অধিক পরিচিত। বাংলাদেশের অতি পরিচিত দ্বীপগুলো ছাড়া বাকিগুলোর নাম আমরা অনেকেই জানিনা তাই এই তালিকার দ্বারা সকলকে জানানোর প্রয়াস। বাংলাদেশের দ্বীপসমূহ হচ্ছেঃ
ভোলা
হাঁসচর
সুখচর
হাতিয়া
তমরুদ্দিন
ঢালচর
চাননন্দি
হারানি
চরকিং
নলচিরা
বয়রার চর
চর পিয়া
নিঝুম দ্বীপ
মনপুরা
চর মানিকা
চর মোল্লা
চালচর
চর নিজাম
চর কুকরি মুকরি
চর মনিকা
চর সাকুচিয়া
ভেদরিয়া
সোনাচর
গাজিপুর
চর লক্ষী
চর নিউটন
চর আলেকজান্ডার
চর আইচা
চর পাতিলা
নীলকমল
মদনপুর
আশার চর
আন্ধারচর
চরহাড়ি
হামিদ দ্বীপ
চরমন্তাজ
রমনাবাদ
রাঙ্গাবালি
দুবলারচর
চর বাগালা
ডিমেরচর
পাখিরচর
বুড়িরচর
জাহাজেরচর
চর ফয়জুদ্দি
মেদুয়া
হাজীর চর
সন্দ্বীপ
উড়িরচর
মহেশখালী
কুতুবদিয়া
সোনাদিয়া
নারিকেল জিঞ্জিরা
ছেড়া দ্বীপ

এসব ছাড়াও ভোলার দ্বীপ ও বিরোধপূর্ণ তালপট্টি দ্বীপ বিলুপ্ত হয়ে গেছে। এছাড়াও পলি জমে নতুন নতুন দ্বীপের সৃষ্টি হচ্ছে।