শুক্রবার, জুলাই ১৮, ২০১৪

‘চুমুতে সমস্যা কোথায়?’

নবীন অভিনেত্রী শ্রদ্ধা কাপুর মনে করেন এখনকার সময়ে পর্দায় চুমু খাওয়া কোন বড় ব্যাপার নয়। হিন্দি সিনেমায় চুম্বনের দৃশ্য এখন অহরহ চোখে পড়ে। ১৯৩৩ সালে ‘কার্মা' সিনেমায় ৪ মিনিটের একটি চুম্বনদৃশ্য দিয়ে হিন্দি সিনেমায় এ ধরনের দৃশ্যের যাত্রা শুরু। সে সিনেমায় দেবিকা রানী চুমু খান স্বামী ও সহশিল্পী হিমাংশু রায়কে। কিন্তু শত বছর পুরোনো এই ইন্ডাস্ট্রিতে এখনও কোনো সিনেমায় চুম্বনদৃশ্য থাকলে তা কিছুটা কলেও আলোচনার জন্ম দেয়৤   সম্প্রতি 'এক ভিলেইন’ সিনেমায় সহশিল্পী সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বেশ কয়েকটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন শ্রদ্ধা৤ শক্তি কাপুর তনয়া বলেন, "আমি বুঝতে পারি না কেন আজকের দিনে চুমু খাওয়ার দৃশ্য নিয়ে এতো মাতামাতি করা হয়? দর্শক কিন্তু এই ব্যাপারে এতোটা মাথা ঘামায় না। এতদিনে দর্শকও অভ্যস্ত হয়ে গেছে।" তবে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা অতটা সহজ নয় 'আশিকি টু’ খ্যাত এই অভিনেত্রীর কাছে। "আমি মনের দিক থেকে অনেকটাই রক্ষণশীল। এ ধরনের দৃশ্যে আমি সহজেই অভিনয় করতে পারিনা। চরিত্রের প্রয়োজনে ছাড়া আমি এ ধরনের দৃশ্যে অভিনয় করবো না।" অবশ্য শুধুমাত্র পরিচালকের ইচ্ছা পূরণের জন্যেই ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না শ্রদ্ধা। জানালেন, চিত্রনাট্য অনুযায়ী সেই দৃশ্যে ঘনিষ্ঠতা কতখানি প্রয়োজন তা বিচার করে তবেই এগুবেন তিনি।