তাই ২৮ জুলাই সোম বার শাওয়াল মাসের প্রথম দিন । সংযুক্ত আরব আমিরাতের দৈনিক আল ইত্তিহাদ আরবী পত্রিকা এই সংবাদ প্রচার করে । ইব্রাহীম আল জারোয়ান শারজাহ`র প্রধান পর্যবেক্ষক জানান, জ্যোর্তিবিজ্ঞানের হিসাবে এই তথ্য মিলছে । সৌদি আরবের ইসলামী চাঁদ পর্যবেক্ষন প্রকল্পের চেয়ারম্যান মোহাম্মদ শওকত ওদাহ দৈনিক আল মদিনাকেও একই তথ্য জানান ।