ব্রাজিল বিশ্বকাপে সর্বোচ্চ ছ’টি গোল করে সোনার বুট ছিনিয়ে নেন রদ্রিগেজ৷ বিশ্বকাপ চলাকালীনই কলম্বিয়ার মিড-ফিল্ডারের উপর নজর রেখেছিলেন বিশ্বের তাবড় ক্লাবগুলি ৷ গত বছর এফসি পোর্তো থেকে রদ্রিগেজকে সই করিয়েছিল এসি রোমা ৷ আসন্ন মরশুমের জন্য দুই তারকা ফুটবলার রোনাল্ডো ও গ্যারেথ বেলের পাশে খেলতে দেখা যাবে রদ্রিগেজকে ৷






