শনিবার, জুলাই ১৯, ২০১৪

ভালোবাসার দক্ষতা বৃদ্ধির উপায়

যারা সাহিত্যের বই পড়ে তারা নাকি ভালো প্রেমিক কিংবা প্রেমিকা হয়ে থাকেন। আবার যারা নিয়মিত বই পড়েন, তারা অনেক গুণের অধিকারী হন। আর যাদের বই পড়ার অভ্যাস থাকে তাদের ভালোবাসার দক্ষতাও বৃদ্ধি পায়৷
ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বার্কলির গবেষক অ্যান ই ক্যানিংহাম জানিয়েছেন, যেসব তরুণ বড় পড়ে তাদের আবেগগত বুদ্ধিমত্তা ভাষার মাধ্যমে বিকশিত হয়৷ এর সাহায্যে তাদের যোগাযোগ দক্ষতা বাড়ে ও প্রেম জীবনে তার ইতিবাচক প্রভাব পড়ে৷
যারা সাহিত্য পড়েন, তারা বন্ধুদের সঙ্গে খুব ভালভাবে মিশতে পারেন৷ এ ছাড়াও তারা অন্য মানুষের সঙ্গে বিচক্ষণভাবে যোগাযোগ বাড়াতে পারেন৷
গবেষকেরা বলছেন, ‘যে ধরনের সাহিত্যে মানুষের জীবনের সংবেদনশীলতার দীর্ঘ প্রকাশ রয়েছে তা পড়লে তা মানুষকে সাহিতের চরিত্রের অবস্থানে দাঁড় করায়৷এতে অন্য মানুষের আবেগ ও অনূভুতির সঙ্গে সহজেই পরিচিত হওয়া যায়৷ বাস্তব জীবনেও এর ছোঁয়া পাওয়া যায়৷ ফলে বাস্তব জীবনেও সাহিত্যের পাঠকরা ভালবাসতে অনেক বেশি দক্ষ হন৷
গবেষকেরা জানান, সাধারণ মানুষের তুলনায় যারা সাহিত্য পড়েন তারা মানুষের অনুভূতি ও মনের ভাব অনেক তাড়াতাড়ি বুঝতে পারেন৷ এটি অবশ্যেই তাদের জীবনে ভালবাসার ক্ষেত্রে একটি ইতিবাচক দিক৷