ভারতীয় ফুটবলের সুপার লীগ আইএসএলে এবার অভিনেতা জন আব্রাহামের ফুটবল টিম উত্তর পূর্ব ইউনাইটেড ফুটবল ক্লাব স্পেনের বিশ্বকাপ জয়ী দলের ডিফেন্ডার জোয়ান কাপদেভিয়াকে আইকন ফুটবলার হিসেবে দলে নিয়ে বড় চমক দিয়েছে। এর আগে সৌরভ গাঙ্গুলির কলকাতা টিম বিশ্বকাপের খেলোয়াড় লুইস গার্সিয়াকে আইকন ফুটবলার হিসেবে খেলাবার কথা ঘোষণা করেছিল। আর এবার গুয়াহাটির উত্তর পূর্ব ইউনাইটেড ফুটবল ক্লাব কাপদেভিয়াকে দলে নেবার কথা ঘোষণা করেছে। ২০১০-এ বিশ্বকাপ জয়ী টিমের সদস্য এবং ইউরোপিয়ান চ্যাম্পিয়ন টিমের তারকা কাপদেভিয়া এখনও অবসর নেননি। গত বছর লা লীগা খেলেছেন এসপ্যানিয়ল ক্লাবের জার্সি পরে। বিশ্বখ্যাত এই ফুটবলার কেন লা লীগা ছেড়ে ভারতে আইএসএল খেলতে আসছেন সে সম্পর্কে এক বিবৃতিতে বলেছেন, ফুটবলজীবনে যা সাফল্য পাওয়ার সব পেয়ে গিয়েছি। আর কিছু পাওয়ার নেই। নতুন একটা চ্যালেঞ্জ নিতেই ভারতে আসা। বিশাল দেশ ভারত। সেখানে ফুটবলের উন্নতির জন্য সামান্যতম সাহায্য করতে পারলেও খুশি হব। কাপদেভিয়ার মতো ফুটবলারকে পাওয়ার পর গুয়াহাটির দলের অন্যতম মালিক বলিউড তারকা জন আব্রাহাম বলেছেন, কাপদেভিয়ার সঙ্গে ব্রাজিলে থাকার সময়ই আমি কথাবার্তা বলি। ওর মতো তারকা দলে যোগ দেয়ায় আমাদের ভারতীয় ফুটবলাররা বাড়তি মোটিভেশন পাবে।
১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে আট দলের ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। কলকাতা টিম ইতিমধ্যেই কোচ ও আইকন ফুটবলারদের নাম ঘোষণা করেছে। বিশ্বকাপের জন্য বাকি দলগুলো তাদের ঘোষণা স্থগিত রেখেছিল। বিশ্বকাপ শেষ হতেই সব দলই তাদের কোচ এবং ফুটবলারদের নাম ঘোষণা করতে শুরু করেছে। বুধবার গুয়াহাটির ফ্রাঞ্চাইজিরা কাপদেভিয়ার নাম জানিয়ে চমকে দিয়েছেন। বৃহস্পতিবার দিল্লি দলের নাম, লোগো এবং কোচের নাম জানানো হবে। মুম্বইয়ের ঘোষণা হবে ২০শে জুলাই।