শুক্রবার, জুলাই ১৮, ২০১৪

ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে জার্মানি

২৪ বছর পর এবার বিশ্বকাপের শিরোপা জিতেছে জার্মানি। ২৪ বছর পর ফুটবলে আরও অর্জন যুক্ত হলো তাদের ঝুলিতে। স্পেনকে হটিয়ে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে তারা। ১৯৯০ সালে তারা সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। সেবার তারা বিশ্বকাপ জিতেছিল। অন্যদিকে বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের মাশুল দিতে হয়েছে স্পেনকে। তারা ব্রাজিল বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে এবার। আর র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থান থেকে নেমে গেছে আট নম্বর জায়গায়। গতকাল ঘোষিত ফিফার র‌্যাঙ্কিংয়ে দারুণ উন্নতি হয়েছে রানার্সআপ আর্জেন্টিনা ও তৃতীয় স্থান অর্জন করা নেদারল্যান্ডসের। আর্জেন্টিনা তিনধাপ এগিয়ে দ্বিতীয় ও নেদারল্যান্ডস ১২ ধাপ এগিয়ে উঠে এসেছে তৃতীয় স্থানে। নেদারল্যান্ডসের কাছে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ৩-০ গোলে হেরে যাওয়া ব্রাজিলেরও র‌্যাঙ্কিংয়ে হয়েছে অবনমন। তারা তৃতীয় স্থান থেকে নেমে গেছে সপ্তম স্থানে। আর ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল সাত ধাপ পিছিয়ে নেমে গেছে ১১তম স্থানে। পর্তুগালও বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয় এবার। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা দলগুলোর উন্নতি হয়েছে দারুণ। কলম্বিয়া চার ধাপ এগিয়ে চতুর্থ ও বেলজিয়াম ছয় ধাপ এগিয়ে উঠে এসেছে পঞ্চম স্থানে। ফ্রান্স ১৭তম স্থান থেকে দশম আর কোস্টারিকা ১২ ধাপ এগিয়ে উঠে এসেছে ১৬তম স্থানে। বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে বিদায় নেয়া ইউরোপের দুই ফুটবল শক্তি ইতালি ও ইংল্যান্ডের অবস্থা ম্রিয়মাণ। ইতালি ৫ ধাপ পিছিয়ে ১৪তম আর ইংল্যান্ড ১০ ধাপ পিছিয়ে নেমে এসেছে ২০তম স্থানে। শীর্ষ দশে ঢুকেছে নেদারল্যান্ডস (৩), বেলজিয়াম (৫) ও ফ্রান্স (১০)। আর শীর্ষ দশ থেকে বের হয়ে গেছে পর্তুগাল (১১), ইতালি (১৪) ও ইংল্যান্ড (২০)। আগের র‌্যাঙ্কিং ঘোষণা থেকে এ র‌্যাঙ্কিং ঘোষণা পর্যন্ত খেলা হয়েছে ১১১টি ম্যাচ। বিশ্বকাপে ৬৪, প্রীতিম্যাচ ৪৬ ও কনফ্যাকাপ বাছাই পর্বে খেলা হয়েছে একটি ম্যাচ। সবচেয়ে বেশি ৯টি করে ম্যাচ খেলেছে দক্ষিণ আমেরিকার দুদেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ফিফা র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশেরও, তারা ১৬৭ থেকে ৪ ধাপ এগিয়ে উঠে এসেছে ১৬৩তম স্থানে। এশিয়ার নেপাল ও পাকিস্তান আছে ১৬৪ ও ১৬৫তম স্থানে। ভারত তিন ধাপ এগিয়ে উঠে এসেছে ১৫১তম স্থানে।
ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দশ
দেশ    পয়েন্ট
জার্মানি    ১৭২৪    
আর্জেন্টিনা    ১৬০৬
নেদারল্যান্ডস    ১৪৯৬
কলম্বিয়া    ১৪৯২
বেলজিয়াম    ১৪০১
উরুগুয়ে    ১৩৩০
ব্রাজিল    ১২৪১
স্পেন    ১২২৯
সুইজারল্যান্ড    ১২১৬
ফ্রান্স    ১২০২