বলিউডের সবচাইতে আলোচিত কিছু নামের মধ্যে অন্যতম হলো সানি লিওন। সানি লিওনকে ঘিরে তার ভক্ত ও সমালোচকদের যেন আগ্রহের শেষ নেই। ‘জিসম টু’ সিনেমা দিয়ে নিষিদ্ধ জগত থেকে বলিউডের ঝলমলে জগতে পা রেখেছেন সুন্দরী এই ইন্দো কানাডিয়ান অভিনেত্রী। এরপর থেকে একের পর এক খবর তৈরি করে করছেন এই বিতর্কিত অভিনেত্রী।
খুব সাদামাটা সাজে ছিমছাম স্নিগ্ধ সানি লিওনের দুটি নজরকাড়া 'সেলফি'।
রেস্তোরাঁয় হোক কিংবা বারে, নিজের একটি সেলফি তুলতে কখনই ভোলেন না স্টাইলিশ সানি লিওন।
কোথাও ঘুরতে গেলেও 'সেলফি' তুলে ফেলতে ভোলেন না সানি লিওন। এটা তেমনই একটি ঐতিহ্যবাহীস্থানে ঘুরতে গিয়ে তোলা সেলফি।
এক সাইডে হালকা কাজ করা কালো টপস পরে গাড়িতে নিজের 'সেলফি' তুলেছেন সানি। 
