বৃহস্পতিবার, জুলাই ১৭, ২০১৪

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ এখন ঢাকায়

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমদ সোহেল তাজ এখন ঢাকায়। তিনি রবিবার সকালে যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় আসেন। তিনি অত্যন্ত গোপনে দেশে এসে বড় বোন সিমিন হোসেন রিমি এমপির বনানীর পুরাতন ডিওএইচএসের ৩ নম্বর রোডের ১৮ নম্বর বাড়িতে উঠেন। সোহেল তাজের ঘনিষ্ঠজনরা জানান, আপাতত তিনি কোনো রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন না। সময় কাটাবেন পরিবার-পরিজনের সঙ্গে। এরপর আবার ফিরে যাবেন যুক্তরাষ্ট্রে।
২০০৮ সালের নির্বাচনে গাজীপুর-৪ কাপাসিয়া আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে তানজিম আহমদ সোহেল তাজ। তার নির্বাচনী এলাকা কাপাসিয়া আওয়ামী লীগের বিভিন্ন সূত্রে জানা যায়, সোহেল তাজ অপ্রকাশিত কিছু ক্ষোভ আর অভিমান নিয়ে ২০০৯ সালের ৩১ মে সরকারি বাসভবন যমুনায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগপত্র জমা দিতে চাইলে প্রধানমন্ত্রী তাকে সিদ্ধান্ত পরিবর্তন ও নতুন উদ্যমে দায়িত্ব পালন করার পরামর্শ দেন। প্রধানমন্ত্রী চাননি সোহেল তাজ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থেকে পদত্যাগ করুক। মন্ত্রিপরিষদের আরেক প্রভাবশালী স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী সৈয়দ আশরাফসহ বেশ কয়েকজন হেভিওয়েট মন্ত্রী ব্যক্তিগতভাবে কয়েক দফা সোহেল তাজকে বুঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে তিনি পদত্যাগপত্র জমা না দিয়েই যুক্তরাষ্ট্র চলে যান। ওই পদত্যাগপত্র জমা দেওয়ার তিন বছর পরও সোহেল তাজের ব্যাংক হিসাবে প্রতিমন্ত্রীর বেতন-ভাতা জমা হতে থাকায় ২০১২ সালের ১৭ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগে একটি চিঠি দেন তিনি। পাশাপাশি পদত্যাগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারিরও আবেদন জানান। ওই চিঠিতে সোহেল তাজ বলেন, ২০০৯ সালের ৩১ মে বাংলাদেশ সংবিধানের ৫৮(ক) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রীর হাতে আমার পদত্যাগপত্র দিই। ১ জুন আবারও সেই পদত্যাগপত্র প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাই। এরপর থেকে অদ্যাবধি প্রতিমন্ত্রী হিসেবে আমি কোথাও কোনো কিছুতে স্বাক্ষর করিনি। সেই সময় থেকে তার ব্যক্তিগত হিসাবে পাঠানো বেতন-ভাতার যাবতীয় অর্থ ফেরত নেওয়ারও অনুরোধ জানানো হয় ওই চিঠিতে। পরবর্তীতে তিনি ২০১২ সালের ৭ জুলাই সশরীরে স্পিকারের সঙ্গে দেখা করে সংসদ সদস্যপদ থেকে পদত্যাগ করেন। পরে স্পিকার গাজীপুর-৪ কাপাসিয়া আসনটি শূন্য ঘোষণা করেন এবং এ আসনে ৩০ সেপ্টেম্বর উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, আগামী ১৯ জুলাই সোহেল তাজের বড় বোন সিমিন হোসেন রিমি এমপি রচিত ‘তাজউদ্দীন আহমদের চিঠি’ বই উন্মোচন অনুষ্ঠান ও ২৩ জুলাই কাপাসিয়ায় তাজউদ্দীন আহমদের ৮৯তম জন্মদিনের অপর একটি অনুষ্ঠানে তার অংশ নেওয়ার কথা রয়েছে। তবে তিনি কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ নেবেন না।