সোমবার, জুলাই ১৪, ২০১৪

গাজায় স্থল অভিযান!

অস্ত্রবিরতির জন্য আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে, ইসরাইল উলটো গাজায় বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর নিজেদের বোমা হামলার পরিধি আরও বাড়িয়েছে। ৫ দিনের এই ইসরাইলি আগ্রাসনে এ পর্যন্ত ১৫৭ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের তিন চতুর্থাংশই বেসামরিক নাগরিক। এদের মধ্যে রয়েছে অনেক নারী ও শিশু। এদিকে গাজায় প্রথমবারের মতো সংক্ষিপ্তাকারে স্থল অভিযান শুরু করেছে ইসরাইল। ইসারাইলি সেনা মুখপাত্র জানিয়েছেন, গাজার উত্তরে এক স্থল অভিযানে ৪ ইসরাইলি সেনা আহত হয়েছে। তবে এই স্থল অভিযান পরিচালনা করেছে ইসরাইলি বিশেষ বাহিনী। শনিবার ইসরাইল ঘোষণা করে, হামাসের রকেট হামলা প্রতিহত করতে গাজার উত্তরে তারা বিশাল বাহিনী নিয়ে হামলা করবে। এদিকে পঙ্গুদের জন্য একটি চিকিৎসাকেন্দ্রে ইসরাইলি হামলায় ২ জন রোগী নিহত ও ৪ জন আহত হয়েছে। গাজার পুলিশ প্রধানের বাড়িতেও ইসরাইলিরা বিমান হামলা চালিয়েছে। শনিবার মাগরিবের নামাজের সময় একটি মসজিদে ইসরাইলি হামলায় অন্তত ১৮ জন মুসল্লি নিহত হয়েছে। উল্লেখ্য, ২০০৯ সালের ইসরাইলি স্থল অভিযানে প্রায় ১৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছিল।