ব্রাজিলের দায়িত্বে থাকা নিয়ে নিজে থেকে কোন সিদ্ধান্ত নিবেন না লুইস ফেলিপে স্কলারি। আর ৬৫ বছর বয়সী কোচের ভবিষ্যৎ ব্রাজিল ফুটবল কনফেডারেশন নির্ধারণ করবে মন্তব্য করেছেন স্কলারি। শনিবার এ কথা জানিয়েছেন পর্তুগিজ এ কোচ। এদিন তৃতীয়স্থান নির্ধারণী ম্যাচেও পরাজিত হয়েছে ব্রাজিল। নেদাল্যান্ডসের কাছে ৩-০ গোলে হারে স্বাগতিকরা। এর আগেই সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় ব্রাজিলের। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের ‘হেক্সা’ জয়ের স্বপ্ন ভঙ্গ হলে স্কলারির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন দেখা দেয়। বিশ্বকাপ ক্যাম্পের পরপরই পর্তুগিজ এ কোচের মেয়াদ শেষ হবে। তবে দায়িত্ব ছাড়া না ছাড়া ফুটবল কর্তাদের উপর নির্ভর করছে বলে মন্তব্য করে স্কলারি বলেন, ‘বিষয়টা কনফেডারেশনের প্রেসিডেন্টের উপর নির্ভর করছে। তবে টুর্নামেন্ট শুরুর আগে এবং বিশ্বকাপের পরেও দায়িত্ব পালন করা নিয়ে আমরা একমত হয়েছিলাম। বর্তমানে আমার প্রতিবেদন তৈরি করে ফেলেছি। প্রেসিডেন্ট ও কর্মকর্তারা এটার বিচার বিশ্লেষণ করবেন ও সিদ্ধান্ত নিবেন’। ব্রাজিল কর্মকর্তারা স্কলারির পাশে থাকবেন বলেই মনে হচ্ছে। কারণ শুক্রবারই দেশটির ফুটবল কনফেডারেশনের হবু প্রেসিডেন্ট পলো দেল নেরো বলেন, ‘আমি বিশ্বাস করি ফেলিপ তার পজিশনেই থাকবেন। আমি তার থেকে যাওয়ার পক্ষেই। যেটা ঘটেছে সেটা কৌশলগত ভুল। এটাই সমস্যা ছিল। কিন্তু আমরা সবাই ভুল করি। প্রত্যেকের ক্ষেত্রেই এমনটা ঘটতে পারে’। শনিবার ডাচদের বিপক্ষে ম্যাচে মিনি পর্দায় স্কলারিকে দেখানোর সঙ্গে সঙ্গে ব্রাজিল দর্শকরা ধুয়োধ্বনি ছুড়েছেন তার উদ্দেশে। এই ম্যাচে হেরে তৃতীয়স্থান দখল করতে ব্যর্থ হলো ব্রাজিল। আর ১৯৪০ সালের পর ঘরের মাঠে টানা দুই ম্যাচে হারলো সেলকাওরা।
এস্তাদো দে সাও পাওলো পত্রিকায় এক সাক্ষাৎকারে দেল নেরো বলেন, ‘আমি বিশ্বাস করি ফেলিপে তার পজিশনেই থাকবেন। আমি তার থেকে যাওয়ার পক্ষেই।’ স্কলারির থেকে যাওয়া উচিত তার কারণও ব্যাখ্যা করেন এই কর্মকর্তা। দেল নেরো বলেন, ‘যেটা ঘটেছে সেটা কৌশলগত ভুল। এটাই সমস্যা ছিল। কিন্তু আমরা সবাই ভুল করি। প্রত্যেকের ক্ষেত্রেই এমনটা ঘটতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপার হচ্ছে সে দলের জন্য চমৎকার কাজ করেছে। আমাদের বিশ্বকাপের প্রস্তুতিও ভাল ছিল। আর বর্তমানে আমাদের একটা ভিত্তি দাঁড়িয়ে গেছে’। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পরেই ব্রাজিল কনফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া মারিন ও দেল নেরোর সঙ্গে সাক্ষাৎ করবেন স্কলারি। এ নিয়ে স্কলারি বলেন, “আমার কোন ধারণা নেই প্রেসিডেন্টের কাছ থেকে কি কথা শুনতে যাচ্ছি। তবে আমার প্রতিবেদন ভালভাবেই তৈরি করেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করব।”
এস্তাদো দে সাও পাওলো পত্রিকায় এক সাক্ষাৎকারে দেল নেরো বলেন, ‘আমি বিশ্বাস করি ফেলিপে তার পজিশনেই থাকবেন। আমি তার থেকে যাওয়ার পক্ষেই।’ স্কলারির থেকে যাওয়া উচিত তার কারণও ব্যাখ্যা করেন এই কর্মকর্তা। দেল নেরো বলেন, ‘যেটা ঘটেছে সেটা কৌশলগত ভুল। এটাই সমস্যা ছিল। কিন্তু আমরা সবাই ভুল করি। প্রত্যেকের ক্ষেত্রেই এমনটা ঘটতে পারে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যপার হচ্ছে সে দলের জন্য চমৎকার কাজ করেছে। আমাদের বিশ্বকাপের প্রস্তুতিও ভাল ছিল। আর বর্তমানে আমাদের একটা ভিত্তি দাঁড়িয়ে গেছে’। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পরেই ব্রাজিল কনফেডারেশনের বর্তমান প্রেসিডেন্ট হোসে মারিয়া মারিন ও দেল নেরোর সঙ্গে সাক্ষাৎ করবেন স্কলারি। এ নিয়ে স্কলারি বলেন, “আমার কোন ধারণা নেই প্রেসিডেন্টের কাছ থেকে কি কথা শুনতে যাচ্ছি। তবে আমার প্রতিবেদন ভালভাবেই তৈরি করেই প্রেসিডেন্টের সঙ্গে দেখা করব।”